সানজামুল-তাইজুলের বলে শতরানেও যেতে পারেনি বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪২ এএম, ৩০ মার্চ ২০২১
সানজামুল-তাইজুলের বলে শতরানেও যেতে পারেনি বরিশাল

বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডে প্রথম দিনেই শতরানের নীচে গুটিয়ে গেছে বরিশাল বিভাগ। প্রথম টায়ারের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে মাত্র ৮২ রান সংগ্রহ করেছে ফজলে রাব্বির নেতৃত্বাধীন বরিশাল।

সোমবার (২৯ মার্চ) বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বরিশাল বিভাগ। টপ অর্ডারের কেউ বড় স্কোর করতে পারেননি। বল হাতে রাজশাহীর সানজামুল ইসলাম এবং তাইজুল ইসলাম ৪টি করে উইকেট শিকার করেছেন।
sportsmail24
দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। দলের পক্ষে মাত্র চারজন ব্যাট হাতে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারে। তাদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর হলো মঈন খানের ১৮ রান।

এছাড়া ওপেনার মইনুল ইসলাম ১২, সালমান হোসাইন ১৩, সোহাগ গাজী ১১ রান করেন। আর বাকি সবাই ছিলে এক অঙ্কের ঘরে।
sportsmail24
অন্যদিকে বল হাতে সফল ছিলেন তাইজুল ইসলাম এবং সানজামুল ইসলাম। তারা দু’জনেই ৪টি করে উইকেট শিকার করেছেন। তবে রান হিসেবে কিপটে ছিলেন সানজামুল ইসলাম। ১০ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়েছেন। অন্যদিকে, ৮ দশমিক ৩ ওভার বল করে ৩৯ রান দিয়েছেন তাইজুল। বল হাতে বাকি দুটি উইকেট নিয়েছেন মহর শেখ।

বঙ্গবন্ধু এনসিএলের ২২তম আসরের প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরের ম্যাচে বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়েছিল ঢাকা মেট্রো। নিজেদের বিভাগীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে বরিশাল অলআউট হলে মাত্র ৩৭ রানের টার্গেট পেয়েছিল ঢাকা মেট্রো।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বরিশালকে ৮ উইকেটে হারালো ঢাকা মেট্রো

বরিশালকে ৮ উইকেটে হারালো ঢাকা মেট্রো

অপুর বিধ্বংসী বোলিংয়ে জয়ে শুরু ঢাকা বিভাগের

অপুর বিধ্বংসী বোলিংয়ে জয়ে শুরু ঢাকা বিভাগের

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

রাজশাহীকে হারিয়ে চট্টগ্রামের শুভ সূচনা

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট

জাকিরের সেঞ্চুরিতেও হার এড়াতে পারলো না সিলেট