তাপমাত্রা ৫০ ডিগ্রি হলেও ভয় নেই রিজওয়ানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৭ এএম, ২৭ মে ২০২১
তাপমাত্রা ৫০ ডিগ্রি হলেও ভয় নেই রিজওয়ানের

আর কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি অংশ, যা অনুষ্ঠিত হবে আবুধাবীতে।  ইতিমধ্যেই দলগুলো নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। মাঠে নামার জন্য মুখিয়ে ক্রিকেটাররাও। তবে, সেখানকার তীব্র গরম আবহাওয়া  কঠিন চ্যালেঞ্জ জানাতে পারে ক্রিকেটারদের। পাকিস্তানী ক্রিকেটার রিজওয়ান মনে করেন, যত গরমই হউক না কেনো, পাকিস্তানী ক্রিকেটারদের তাতে সমস্যা হবে না। 

পাকিস্তান ক্রিকেটের সাথে আলাপচারিতায় মুলতান সুলতানের এই অধিনায়ক জানান, পাকিস্তানের খেলোয়াড়দের এই কন্ডিশনে খেলে অভ্যাস রয়েছে। আর তাই আবুধাবীর আবহাওয়া পাকিস্তানী ্ক্রিকেটারদের জন্য বড় কোন ইস্যু হবে না।

নিজের ব্যাপারে যেন আরও বেশি আত্মবিশ্বাসী রিজওয়ান। নিজের উপর আস্থা রেখে এই ক্রিকেটার জানান, ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও খেলতে তার সমস্যা হবে না। 

তিনি বলেন, 'প্রচন্ড গরমে আমি খেলতে পছন্দ করি। ৫০ ডিগ্রি তাপমাত্রায়ও আমি খেলতে রাজি। পাকিস্তানী খেলোয়াড়দেরও এই কন্ডিশনের সাথে মানিয়ে নিতে কস্ট হবে না। তবে স্বাভাবিকভাবেই, বিদেশী ক্রিকেটারদের খাপ খাইয়ে নিতে সময় লাগবে।' 

রিজওয়ানের কথায় শক্তি থাকলেও দল যেন ভুগছে দুর্বলতায়। মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে থাকা মুলতান সুলতানকে দ্বিতীয় ধাপে ঘুরে দাঁড় করাতে চান রিজওয়ান। দলের সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই খেলোয়াড়দের সাথে কথা বলছেন তিনি। 

এ প্রসঙ্গে রিজওয়ান বলেন, 'আমরা আমাদের খেলোয়াড়দের সাথে কথা বলছি, কিভাবে ভাল করা যায়। দলগতভাবেই আমরা কিছু ভুল করেছি। আমাদের কোথায় ভুলগুলো হচ্ছে তা নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলেছি। আশা করছি আমরা ঘুরে দাঁড়াব।  

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসএল খেলতে যাওয়ার আগেই করোনাক্রান্ত আনোয়ার

পিএসএল খেলতে যাওয়ার আগেই করোনাক্রান্ত আনোয়ার

আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ

আইসিসি বোলার র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

ডিপিএলের বায়ো-বাবল পাঁচ তারকা হোটেলে

টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব

টেস্ট চ্যাম্পিয়নশীপ : এক ম্যাচে সন্তুষ্ট নন কপিল দেব