বাংলাদেশের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দিতে চায় ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ এএম, ২৯ মে ২০২১
বাংলাদেশের বিপক্ষে সিনিয়রদের বিশ্রাম দিতে চায় ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নাও আনতে পারে ইংল্যান্ড, এমন আভাসই দিলেন ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ব্যবস্থাপনা পরিচালক অ্যাশলে জাইলস।

সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। মূলত, বিশ্বকাপের আগে এশিয়ার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতেই তাদের এই আয়োজন। তবে, বিশ্বকাপের আগে সিনিয়র খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দেয়ার কথাও ভাবছে ইসিবি। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসা অনিশ্চিত ইংলিশ ক্রিকেটারদের।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজসহ ওয়াসিমের বাজিতে চার দল!

এদিকে, বাংলাদেশের সিরিজের আগে আইপিএল হলেও সেখানে কোন ইংলিশ ক্রিকেটারদের খেলতে দেয়া হবে না বলে জানিয়েছে ইসিবি। বিশ্বকাপের আগে অনুষ্ঠিতব্য আইপিএল না খেলিয়ে ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার পক্ষে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

জাইলস বলেন, 'সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করে আমরা বাংলাদেশে যাব। তারপর পাকিস্তান সিরিজও রয়েছে। আমাদের সূচির দিকেও খেয়াল রাখতে হবে, যেনো খেলোয়াড়েরা ভালো অবস্থায় থাকে।'

আরও পড়ুন: দুই দেশে করোনা টিকা নিবে ভারতীয় নারী ক্রিকেটাররা

জাইলস আরও বলেন, 'ছেলেদের কোন একটা সময়। বিশ্রাম দেয়া হবে তা নিশ্চিত। তবে তার মানে এই না যে, বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ২৮৭

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে বাংলাদেশের লক্ষ্য ২৮৭

লঙ্কানদের খেলায় মনোযোগ দিতে বললেন সিলভা

লঙ্কানদের খেলায় মনোযোগ দিতে বললেন সিলভা

সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

সেইন্ট কিটসের হয়ে সিপিএল মাতাবেন গেইল

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ

প্রোটোকল ভেঙেও সমস্যায় পড়ছে না নাসিম শাহ