যেটা আশা করেছিলাম তা হয়নি : সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ এএম, ৩০ মে ২০২১
যেটা আশা করেছিলাম তা হয়নি : সাকিব

দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে নিজের প্রত্যাবর্তনটা রাজকীয় করতে পারেননি তিনি। তিন ম্যাচেই ব্যাট করে মোট ১৯ রান করেছেন আর বল হাতে শিকার করেছিলেন মাত্র ৩ উইকেট।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে রাজকীয় প্রত্যাবর্তনের পরই সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন তিনি। এরপর আইপিএলে খেলার কারণে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট সিরিজেও ছুটিতে ছিলেন সাকিব।

আইপিএলের ছুটি কাটিয়ে ফিরে নিজেকে সেই চেনারুপে ফেরাতে পারেনি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে তার রান ছিলো যথাক্রমে ১৫,০, ৪। আর বল হাতে প্রথম দুই ম্যাচে উইকেট পেলেও তৃতীয় ম্যাচে ছিলেন উইকেট শূন্য।

শনিবার (২৯ মে) রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিবকে শ্রীলঙ্কার সিরিজে নিজের পারফর্মেন্স নিয়ে প্রশ্ন করা হয়। এ সময়ে তিনি বলেন,‘অবশ্যই আমি যেটা আশা করেছি তা হয়নি। কিন্তু এটা নিশ্চিত করতে হবে যেন পরবর্তীতে এমনটা আর না হয়, এটাই গুরুত্বপূর্ণ।’

আইসিসি সুপার লিগে শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে বাংলাদেশ। এর আগে কখনই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কার সিরিজ জয় নিয়ে সাকিব বলেন,‘আমার তো মনে হয় প্রথমবার আমরা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতলাম। খুবই ভাল। অবশ্যই ৩-০ হলে ভাল হতো। কিন্তু শ্রীলঙ্কা যদি ভাল খেলতো তাহলে ফল অন্য হতে পারতো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান সাকিব

মোহামেডানকে শিরোপা উপহার দিতে চান সাকিব

স্থগিত আইপিএল আরব-আমিরাতে, সময় জানালো বিসিসিআই

স্থগিত আইপিএল আরব-আমিরাতে, সময় জানালো বিসিসিআই

অপেক্ষা বাড়লো সাকিবের

অপেক্ষা বাড়লো সাকিবের

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি

ডিপিএল সফল হলে বিপিএল নিয়ে ভাববে বিসিবি