অনলাইনে ডিপিএল দেখার সুযোগ থাকছে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২২ এএম, ৩১ মে ২০২১
অনলাইনে ডিপিএল দেখার সুযোগ থাকছে

সোমবার ৩১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্থগিত হওয়া আসর। ১২টি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে এবার এই আসর। গত বছর স্থগিত হওয়া লিগটিতে টানা নবম বারের মতো স্পন্সর হলো ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। রোববার (৩০ মে) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিসিবি। একই সাথে জানানো হয়, অনলাইনে ডিপিএল এর সকল ম্যাচ দেখার সুযোগ থাকছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেলে খেলাগুলো সরাসরি দেখানো হবে জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'ডিপিএলের খেলা গুলো আমরা অনলাইনে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। খেলাগুলো বিসিবির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে।'

এদিকে, স্পন্সর হিসেবে ওয়ালটন থাকায় ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিডের এ পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চান না। সেখানে এ বিপদেও মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি। আমাদের সাথেই আছে। তারা অতীতেও ছিলেন। বর্তমানেও আছে। ভবিষ্যতেও থাকবে।’

সোমবার (৩১ মার্চ) থেকে মিরপুর ও বিকেএসপির দুটি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে ঢাকার সেরা ক্লাবগুলো। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসরে এবার পুরো মৌসুমে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া যাবে। ফলে মাঠের লড়াইয়েও থাকবে উত্তেজনা।

স্পোর্টসমেইল২৪/আরএস/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

টানা নবমবার ডিপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন

টানা নবমবার ডিপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরাজয় দেখছেন ভন

ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

ভারতীয় তরুণরা মোস্তাফিজের কাছে কাটার শিখতে চাইতেন

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের

ভারতের 'সি' টিমের সাথেও হারবে শ্রীলঙ্কা, দাবি আকমলের