মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১২ জুন ২০২১

সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আবাহনী-মোহামেডান লড়াইয়ের ঝাজ। তবে খেলার বিচারে ঝাজ কমে গেলেও দুই দলের চিরপ্রতিদ্বন্দ্বীতা এখনো বেশ টাটকা। ডিপিএলের চলমান আসরে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দলের খেলার মাঝে উত্তাপ ছড়ালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারা ছাড়াও স্ট্যাম্প তুলে আছাড়ও মেরেছেন তিনি। যা সভ্য খেলা হিসেবে পরিচিত ক্রিকেট ম্যাচে এমনটা আর দেখা যায়নি।

শুক্রবার (১১ জুন) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী এবং মোহামেডান। এ ম্যাচেই আম্পায়ারের সামনেই স্ট্যাম্পে লাত্থি এবং আছাড় মারেন সাকিব আল হাসান।

ঘটনার শুরু আবাহনীর ইনিংসের পঞ্চম ওভারে, ওভারের শেষ বলটা টার্ন করে ভিতরে ঢুকে গিয়েছে। পরাস্ত হয়েছেন অপরপ্রান্তে থাকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিশ্চিত আউট বুঝেই আম্পায়ের কাছে জোড়ালো আবেদন করলেন সাকিব আল হাসান। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত আউট নয়।

sportsmail24

এখানেই শুরু, আবেদন নাকচ করার সাথে সাথেই মেজাজ হারিয়ে বোলিং প্রান্তের স্ট্যাম্পে লাত্থি মারলেন সাকিব। ঘটনাটি এখানেই শেষ হতে পারতো। তবে বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার সময় আবারও খারাপ আচরণ করে বসেন সাকিব আল হাসান।

বৃষ্টির কারণে ৫.৫ ওভার চলাকালীন সময়ে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। এ সময় আবারও মেজাজ হারিয়ে বসেন সাকিব আল হাসান। এবার স্ট্যাম্প তুলে উইকেটের উপরে আছাড় মারেন সাকিব আল হাসান।

sportsmail24

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ায় সব ক্রিকেটাররা যখন মাঠ ছেড়ে আসছিলেন সে মুহূর্তে মাঠে সাকিবের ব্যবহার দেখে তার দিকে তেড়ে যান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজন। এ সময় ক্রিকেটাররা তাকে শান্ত করেন।

সাকিব যেন বিতর্ককে পিছু ছাড়তে পারছেন না। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগেই জৈব সুরক্ষা বলয় ভেঙে বিতর্ক তৈরি করেছিলেন সাকিব আল হাসান। তবে এ সময় ক্ষমা চেয়েই পার পেয়ে যান সাকিব আল হাসান। তবে এবার হয়তো শাস্তির মুখোমুখি হতে পারেন সাকিব আল হাসান।

ক্রিকেট মাঠে এ রকম দৃশ্য কখনও কারও চোখে পড়েছে কিনা সেটা বলাটা সম্ভবত কঠিন। অন্তত সাকিব যা করেছেন সেটা ক্রিকেটীয় সংস্কৃতির পরিপন্থী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কোপা আমেরিকা আয়োজনে আদালতের অনুমিত পেল ব্রাজিল

কোপা আমেরিকা আয়োজনে আদালতের অনুমিত পেল ব্রাজিল

দ্য হ্যান্ড্রেড থেকে ওয়ার্নার-স্টয়নিসের নাম প্রত্যাহার

দ্য হ্যান্ড্রেড থেকে ওয়ার্নার-স্টয়নিসের নাম প্রত্যাহার

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ