আইসিসি হল অব ফেমে ফ্লাওয়ার-সাঙ্গাকারাসহ ১০ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ এএম, ১৫ জুন ২০২১
আইসিসি হল অব ফেমে ফ্লাওয়ার-সাঙ্গাকারাসহ ১০ ক্রিকেটার

আইসিসি হল অব ফেমে স্থান করে নিয়েছেন দশ ক্রিকেটার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে যাদের অবদান স্মরণীয়, যারা টেস্ট ক্রিকেটকে নিয়ে গেছেন এক অনন্য পর্যায়ে বিভিন্ন সময়ে, বিভিন্ন কালে তেমন দশ ক্রিকেটারকে আইসিসি জায়গা দিয়েছেন হল অব ফেমে। বর্তমান যুগ থেকে শুরু করে উনিশ দশকের শুরুর দিকের ক্রিকেটারেরও স্থান হয়েছে এই তালিকায়।

সোমবার (১৪ জুন) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম প্রকাশ করে। বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনালকে সামনে রেখে আইসিসি এই নামের তালিকা প্রকাশ করার উদ্যোগ নেয়। ৫টি যুগে ভাগ করে প্রতি যুগ থেকে ২জন করে খেলোয়াড় বাছাই করে মোট ১০ জনের নাম নির্বাচিত করা হয়।

আইসিসি ক্রিকেটের যুগকে পাঁচটি ভাগে ভাগ করে। সেগুলো হল: ক্রিকেট শুরুর যুগ, আন্ত:যুদ্ধের যুগ, যুদ্ধ পরবর্তী যুগ, ওডিআই যুগ এবং আধুনিক যুগ।

ক্রিকেট শুরুর যুগ থেকে হল অব ফেমে স্থান পেয়েছেন দুই ক্রিকেটার। তারা হলেন: আব্রে ফকনার (দক্ষিণ আফ্রিকা) ও মন্টি নোবেল (অস্ট্রেলিয়া)। আন্ত:যুদ্ধের যুগ থেকে জায়গা পাওয়া দুই ক্রিকেটার হলেন: স্যার ল্যারি কনস্টেইনটাইন (ওয়েস্ট ইন্ডিজ) ও স্ট্যান ম্যাকক্যাবে (অস্ট্রেলিয়া)।

টেড ডেক্সটার (ইংল্যান্ড) ও ভিনু মানকড় (ভারত) জায়গা করে নিয়েছেন যুদ্ধ পরবর্তী যুগ থেকে। ওডিআই যুগ থেকে হল অব ফেমে স্থান পেয়েছে ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) এবং বব উইলিস (ইংল্যান্ড)। আধুনিক ক্রিকেট যুগ থেকে নির্বাচিত দুই ক্রিকেটার হল অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ।

এক নজরে হল অফ ফেম: আব্রে ফকনার (দক্ষিণ আফ্রিকা), মন্টি নোবেল (অস্ট্রেলিয়া), স্যার ল্যারি কনস্টেইনটাইন (ওয়েস্ট ইন্ডিজ), স্ট্যান ম্যাকক্যাবে (অস্ট্রেলিয়া), টেড ডেক্সটার (ইংল্যান্ড), ভিনু মানকড় (ভারত), ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ), বব উইলিস (ইংল্যান্ড), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) ও কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

বৃষ্টি আইনে ব্রাদার্সের এক রানের জয়

বৃষ্টি আইনে ব্রাদার্সের এক রানের জয়

সংবাদ সম্মেলনে আসছেন সাকিব

সংবাদ সম্মেলনে আসছেন সাকিব

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি

পিএসএল থেকে সরে দাঁড়ালো হাসান আলি