ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন স্যামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৫ এএম, ২৪ জুন ২০২১
ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন স্যামি

সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। ড্যারেন স্যামি ক্যারিবিয়ান বোর্ডে স্বাধীন বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার ( ১৬ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার (২২ জুন) এ তথ্য প্রকাশ করেছে ক্যারিবিয়ান বোর্ড।

প্রায় ১৪ বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষ করে ড্যারেন স্যামি বর্তমানে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত আছেন। এছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল সেন্ট লুসিয়া জুকসের ক্রিকেট পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। সেন্ট লুসিয়ার 'গুড উইল' অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেন তিনি।

ক্রিকেটীয় ক্যারিয়ারে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে পরপর দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছিলেন ড্যারেন স্যামি। এছাড়াও দীর্ঘদিন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

ড্যারেন স্যামিকে মূলত ওয়েস্ট ইন্ডিজের তৃণমূল ক্রিকেট উন্নয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ছাড়াও ক্যারিবিয়ান বোর্ডে আরও দুইজন স্বাধীন পরিচালক রয়েছেন। ক্যারিবিয়ান বোর্ডের নিয়মানুযায়ী চারজন স্বাধীন পরিচালক বোর্ডে থাকতে পারেন। সে নিয়মের মধ্য দিয়েই নিয়োগ পেয়েছেন ড্যারেন স্যামি।

বোর্ডের পরিচালকের দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত ড্যারেন স্যামি। তিনি জানান বোর্ডের দায়িত্ব নিয়ে সর্বোচ্চ দিয়ে কাজ করতে প্রস্তুত তিনি। স্যামি বলেন, ' আমি বেশ সন্মানিত বোধ করছি। বিশ্বজুড়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা দিয়ে আমি আমার কাজ পূর্ণভাবে করতে পারবো বলে আশাবাদী। আমাকে এ দায়িত্ব দেওয়ায় বোর্ডের প্রতি কৃতজ্ঞ। আশা করি আরও ভালো কাজ করতে পারবো আমি।'

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১০ জনের দল নিয়ে ফাইনালে পেশওয়ার জালমি

১০ জনের দল নিয়ে ফাইনালে পেশওয়ার জালমি

ধর্ষণ ইস্যুতে ইমরানের ছবি নিয়ে তসলিমার টুইট

ধর্ষণ ইস্যুতে ইমরানের ছবি নিয়ে তসলিমার টুইট

বর্ণবাদী আচরণ, মাঠ থেকে বের করা হলো দুই ভারতীয় সমর্থককে

বর্ণবাদী আচরণ, মাঠ থেকে বের করা হলো দুই ভারতীয় সমর্থককে

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না

বিতর্কিত আলোকসজ্জা করতে চায় জার্মানি, উয়েফার না