টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৯ এএম, ২৭ জুন ২০২১
টি-টোয়েন্টি দলে ফিরলো আন্দ্রে রাসেল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি বছরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে দলে ফিরানো হয়েছে। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন কাইরন পোলার্ড।

সর্বশেষ ২০২০ সালে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন আন্দ্রে রাসেল। রাসেল ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন।

চলতি বছরের ১৭ অক্টোবর আরব আমিরাতে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্ব আসর। এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্যে দল গঠন করতে চাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। এ কারণে সব সিনিয়র ক্রিকেটারকে দলে ফিরিয়েছে ক্যারিবিয়ান বোর্ড।

আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৯ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন। ক্যারিবিয়ান বোর্ডের প্রধান নির্বাচক রজার হার্পার রাসেলকে দলের জন্য এক্স ফ্যাক্টর হিসেবে বিবেচনা করেছেন।

শুক্রবার (২৫ জুন) হার্পার বলেন, ‘এক্স ফ্যাক্টর হিসেবে আন্দ্রে রাসেলকে দলে যুক্ত করা হয়েছে। ব্যাট এবং বল দুই বিভাগেই সে একজন দূর্দান্ত ক্রিকেটার। দলে তার অন্তর্ভূক্তি দুই বিভাগেই বেশ গভীরতা এনে দিবে।’

তিনি আরও জানান, ‘আমাদের চেষ্টা থাকবে বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পারফর্মেন্স আবারও ফিরিয়ে আনা। আত্মবিশ্বাস বাড়ানো। যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য রেখে আমাদের সেরা স্কোয়াড গঠন করতে পারি।’

ওয়েস্ট ইন্ডিজ দল

কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, এভিন লুইস, ওবে ম্যাককয়, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, কেভিন সিনক্লেয়ার।



শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নিয়ে ফিঞ্চের হুঁশিয়ারি

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে করোনার হানা

দক্ষিণ আফ্রিকা স্কোয়াডে করোনার হানা

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর