ইমরান খানের ইচ্ছাতেই পিসিবি সভাপতি থাকছেন এহসান মানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ০১ জুলাই ২০২১
ইমরান খানের ইচ্ছাতেই পিসিবি সভাপতি থাকছেন এহসান মানি

কোনো দেশের ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণ করেনা ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাগুলো। এদিক থেকে কিছুটা ব্যতিক্রমী অবস্থানে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সরকারের নির্দেশেই পিসিবি প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে পালন করবেন বর্তমান সভাপতি এহসান মানি।

টানা দ্বিতীয়বারের মত পিসিবির সভাপতি নির্ধারণ করে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও বোর্ডের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেন।

২০১৮ সালে তিন বছরের জন্য পিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এহসান মানি। সে হিসেবে চলতি বছরের আগস্টে নতুন করে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে প্রধানমন্ত্রী ইমরানের খানের নির্দেশে এহসান মানি সভাপতির দায়িত্ব নিতে চাওয়ায় নতুন করে আর নির্বাচন হবে না।

চলতি বছরে নতুন করে সভাপতির দায়িত্ব নিলে এ মেয়াদের পর আর সভাপতির দায়িত্বে থাকতেন পারবেন না এহসান মানি। পিসিবির নিয়মানুযায়ী ছয় বছরের বেশি সময় কেউ সভাপতি হিসেবে থাকতে পারেন না। এমনকি ছয় বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে চাওয়ায় চাপের মুখে পদত্যাগ করেন সাবেক সভাপতি নিজাম শেঠি।

সাবেক ক্রিকেটার এহসান মানি পিসিবির সভাপতি হওয়ার আগে আইসিসিতে পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। এছাড়াও আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতাও আছে তার। ১৮৮৯ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আইসিসিতে পিসিবির প্রতিনিধি হিসেবে কাজ করেন এহসান মানি। এরপর ২০০৩ সালে আইসিসির সভাপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

পিসিবির সভাপতি হওয়ার আগে এহসান মানি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গর্ভনিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানের জয় দক্ষিণ আফ্রিকার

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা

দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ হতে পারেন মেন্ডিস-ডিকওয়েলা-গুণাথিলাকা