ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০০ এএম, ০১ জুলাই ২০২১
ক্রিকেটকে ‘বিদায়’ জানাবেন রস টেইলর

নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম ভরসার নাম রস টেইলর। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনও দলের নিয়মিত পারফর্মার তিনি। নীরবে নিজের কাজ করা যাওয়া টেইলর এবার বিদায় জানাতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটকে। দুর্দান্ত ইনিংস খেলেও আলোচনায় না আসা এ ব্যাটসম্যান আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে সে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রফিকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছে নিউজিল্যান্ড। দেশে ফিরে কোয়ারেন্টাইনে বন্দি হয়েছেন তারা। সেখানেই নিজের ভবিষ্যত নিয়ে ভাবছেন টেইলর। তিনি জানিয়েছেন পরিবার এবং ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেই জানাবেন নিজের সিদ্ধান্ত।

এ বিষয়ে টেইলর বলেন, ‘আগামী ১০ দিন যত দ্রুত সম্ভব পার করতে চাই। পরিবার এবং বন্ধুদের সাথে দেখা করার অপেক্ষায় আছি। সামনের সপ্তাহে আমার ক্যারিয়ার নিয়ে আলোচনা হবে। সেখানে পরিবার, বন্ধু এবং বোর্ডও থাকবে।’

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও নিজের সেরা ফর্ম ধরে রেখেছেন রস টেইলর। ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত ক্রিকেটকে উপভোগ করতে চান এবং শিখতে চান বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে টেইলর বলেন, ‘আমি এখনও ক্রিকেটকে ভালোবাসি। এটা আমার জন্য বেশ ভালো একটা দিক। এখনও ক্রিকেট শিখতে চাই এবং উন্নতি করতে ইচ্ছুক। যতদিন সম্ভব আমি ক্রিকেট খেলে যেতে চাই।’

২০০৬ সালে ব্ল্যাকক্যাপসদের জার্সিতে রস টেইলরের অভিষেক। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ হাজারের উপর রান করেছেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই কিউই ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসার জায়গা হয়ে আছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও দূর্দান্ত খেললে দেশের মাটিতে বিভিন্ন সময়ই তার অবসর নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়েও কিছুটা বিব্রতকর অবস্থায় আছেন রস টেইলর।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও টেস্টে শীর্ষ ব্যাটসম্যান উইলিয়ামসন

আবারও টেস্টে শীর্ষ ব্যাটসম্যান উইলিয়ামসন

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশীপ

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপে এবারও সবচেয়ে কম ম্যাচ বাংলাদেশের

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমিরাত-ওমানের চার ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ