ইংল্যান্ড শিবিরে করোনা হানা, ইসিবিকে দায়ী করছেন রমিজ রাজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ এএম, ০৮ জুলাই ২০২১
ইংল্যান্ড শিবিরে করোনা হানা, ইসিবিকে দায়ী করছেন রমিজ রাজা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে বড় ধাক্কা খায় ইংল্যান্ড ক্রিকেট দল। দলটির খেলোয়াড় ও পরিচালনার মধ্যে সাত জনের করোনাভাইরাসে আক্রান্ত হন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করেন, কোভিড প্রটোকল সঠিক ভাবে না মানায়ই এমনটি ঘটেছে। একই সাথে পাকিস্তান দলকে মানসিকভাবে শক্তিশালী থাকার অনুরোধও করেন তিনি।

করোনা পজিটিভ আসাদের মধ্যে তিনজন খেলোয়াড় এবং বাকি চারজন বোর্ডের পরিচালনা সংশ্লিষ্ট সদস্য।মঙ্গলবার (৭ জুলাই) ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে শেষ মুহূর্তের এমন ঘটনায় নতুন করে ১৮ জনের দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) যেখানে দলে আনা হয়ছে বেন স্টোকসকে। বেন স্টোকসকে পুনরায় দলে ফেরানোই প্রমাণ করে ইংল্যান্ড এই সিরিজ নিয়ে সিরিয়াস, জানান রমিজ রাজা।

তিনি বলেন, 'ইংল্যান্ডের খেলোয়াড়েরা করোনা পজিটিভ হয়েছে, যেটি কোন ভালো খবর নয়। এই খবর ড্রেসিং রুমেও প্রভাব ফেলতে পারে। তারা দলে বেন স্টোকসকে ফিরিয়ে এনেছে। এই সিরিজ নিয়ে তারা খুব সিরিয়াস।'

 রমিজ রানা বলেন, করোনার ব্যাপারটিকে ইংল্যান্ড খুবই হালকা ভাবে নিয়েছে। আর তাই এমনটি ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'কোভিডকে নিয়ে তাদের মনোভাব খুবই হালকা ছিল। তারা মাস্ক পড়া কিংবা সামাজিক দূরত্ব মেনে চলার প্রয়োজনবোধ করেনি।'

ইংল্যান্ড দলের এই ঘটনা পাকিস্তানের জন্য সুবিধার হয়েছে বলেও মনে করেন তিনি। রমিজ রাজা বলেন, ইংল্যান্ড দলের এমন পরিস্থিতিতে 'পাকিস্তান দলের জন্য সুবিধা হয়েছে । এই ঘটনা পাকিস্তানকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিবে। একই সাথে তারাও কেমন খেলে সেটিও দেখার বিষয়।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ড ক্রিকেটে সাতজনের করোনা পজিটিভ

ইংল্যান্ড ক্রিকেটে সাতজনের করোনা পজিটিভ

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

ধ্বংসস্তুপে দাঁড়িয়ে মমিনুলের হাফ-সেঞ্চুরি

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

অভিষেক টেস্টেই আইসিসির মাস সেরা তালিকায় কনওয়ে

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট আদ্যপান্ত্য