উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৩ এএম, ১২ জুলাই ২০২১
উনার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিছু বলা ডিফিকাল্ট : রিয়াদের অবসর প্রসঙ্গে মমিনুল

জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিন থেকে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদউল্লাহ রিয়াদের ‘টেস্ট অবসরে’র কথা। তবে এখনো মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়ের পর অধিনায়ক মমিনুল হকের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়া চেষ্টা করেন। জানান, এ ব্যাপারে তিনি অবগত নন।

মমিনুল হক বলেন, ‘এটা উনার (মাহমুদউল্লাহ রিয়াদ) পারসোনাল একটা ডিসিশন। এ সম্পর্কে আমার কিছু বলা ডিফিকাল্ট। এ ব্যাপারে আমি অবগত নই! এটা যার যার পারসোনাল ডিসিশন, হতেই পারে।’

মমিনুল বিষয়টি জানেন না বলে উল্লেখ করলেও রোববার (১১ জুলাই) পঞ্চম দিনে মাঠে নামের আগে দল থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় দলনেতা হিসেবে মমিনুলও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে, আমরা চেষ্টা করছি উনার (মাহমুদউল্লাহ রিয়াদ) জন্য যদি ওইভাবে (এটাই শেষ ম্যাচ) শেষ হয়, ডেডিকেট করে লাস্ট ম্যাচ। উনার (মাহমুদউল্লাহ রিয়াদ) যেহেতু অভিষেক ম্যাচটাও জয় ছিল, শুনলাম। এখন লাস্ট ম্যাচটাও জিতছে (তখনও জয় হয়নি), আমি আসলে ওভাবে জানি না। আমার কাছে মন হয় যে, টেস্ট ম্যাচটা জিতার জন্য ‌ইয়ে... করেছি।’

দল থেকে ‘গার্ড অব অনার’ দেওয়ার পরও বিষয়টি পরিষ্কার করে বলতে সমস্যা কি-না -এমন প্রশ্নের জাবাব মমিনুল বলেন, ‘এ ব্যাপারে আমি প্রথমেই তো বললাম, আমার কাছে কমেন্টস করাই ডিফিকাল্ট। ক্রিটিক্যালি কিছু না আমিও জানি। তবে অবশ্যই একজন তরুণ অধিনায়ক হিসেবে আমার অবশ্যই খারাপ লাগার কথা, যদি খারাপ না লাগে অবশ্যই অস্বাভাবিক একটা জিনিস। আমরা চেষ্টা করছি যেন জয়টা দিয়ে ভালো... হয়।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এবার তাসকিনকে মেরে নাচলেন মুজারাবানি

এবার তাসকিনকে মেরে নাচলেন মুজারাবানি

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হ্যাটট্রিক টেস্ট জয়

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ ছিল, আলহামদুলিল্লাহ : মাহমুদউল্লাহ

অতীত নিয়ে ভাবেন না শান্ত

অতীত নিয়ে ভাবেন না শান্ত