ম্যাচ শেষে রাতেই ঢাকা ছাড়বে অজিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৫ এএম, ১০ আগস্ট ২০২১
ম্যাচ শেষে রাতেই ঢাকা ছাড়বে অজিরা

বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে এসেই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খুঁইয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের টানা তিন জয়ের পর চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ হওয়া পথ বন্ধ করেছে অজিরা। এবার শেষ ম্যাচ জিতে দেশে ফিরতে চান তারা। তবে সিরিজ হারের স্বাদ পাওয়া অস্ট্রেলিয়া দ্রুত দেশে ফিরতে চায়।

পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আজ সোমবার (৯ আগস্ট)। ম্যাচ শেষেই ঢাকা ত্যাগ করবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। করোনা পরিস্থিতির মাঝে কঠোর বায়ো-বাবলের মাঝে তারা আর থাকতে চাচ্ছে না।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ (সোমবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। এরপর হোটেলে ফিরে রাতেই চার্টার্ড বিমানে দেশে উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা।

অজিদের বহনকারী কান্তাস এয়ারওয়েজের চার্টার্ড বিমান আজ বিকেলেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে খেলা শেষ করে রাত ১টায় বিমানে উঠবেন অজিরা।

ওয়েস্ট ইন্ডিজ থেকে ঢাকা পৌঁছানোর পর করোনা শঙ্কা এড়াতে ইমিগ্রেশন ফেস করেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এবার দেশের ফেরার সময়ও অজিদের ইমিগ্রেশন ফেস করতে হচ্ছে না। যেভাবে এসেছিলেন সেভাবেই সরাসরি নিজেদের বিমানে উঠবেন তারা।

করোনা মহামারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের এ সিরিজ আয়োজনের কঠিন কঠিন সব শর্ত মেনে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সফরের আগেও আর দুটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করলেও এতটা শর্ত মানতে হয়নি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

নিউজিল্যান্ড সিরিজেই টাইগারদের ব্যাটিং পরামর্শক হচ্ছেন প্রিন্স

সিরিজ শেষের আগে দল ছাড়ছেন না সাকিব

সিরিজ শেষের আগে দল ছাড়ছেন না সাকিব

নিউজিল্যান্ড সিরিজের আগে পাঁচ দিনের বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড সিরিজের আগে পাঁচ দিনের বিরতি পাচ্ছেন ক্রিকেটাররা

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল

মোস্তাফিজের কাছে কাটার শেখার চেষ্টায় আছেন শরিফুল