ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ এএম, ১৪ আগস্ট ২০২১
ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ

মাত্র ২৮ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসর নিলেন উন্মুক্ত চাঁদ। ভারতের ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক তার টুইটারে এ ঘোষণা দেন। ভারতের বাইরে ক্রিকেট খেলার সুযোগ নিতেই এ অবসরের ঘোষনা বলে জানিয়েছেন তিনি।

বেশ কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন বলে গুঞ্জন উঠেছিল। তবে সে সম্ভাবনা নিজেই নাকচ করে দিয়েছিলেন তিনি। নিজেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র গিয়েছিলেন কেবলমাত্র ছুটি কাটাতে।

ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ায় যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নামার সম্ভাবনা আবারও গুঞ্জন তৈরি করেছে। অনেকেই ধারণা করছেন মার্কিনদের হয়ে মাঠে নামার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

টুইটারে চাঁদ জানান, ‘আমি জানি না কিভাবে অনুভূতি প্রকাশ করবো। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে না পারার চিন্তা আমার হৃদস্পন্দন বন্ধ করে দেয়।’

২০১২ সালে বেশ দাপটের সাথে যুব বিশ্বকাপের ট্রফি নিজেদের ঘরে ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেন দলকে শিরোপা জেতান তিনি।

এরপর থেকেই উন্মুক্ত চাঁদকে নিয়ে বেশ বড় স্বপ্ন দেখতে শুরু করেন। তবে বিশ্বকাপের পর থেকেই তার পড়তি ফর্মকে আর তুলে আনতে পারেননি। এছাড়াও ভারতীয় ক্রিকেটে রাজনীতির শিকার হয়েছিলেন তিনি। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় রাজ্য দলের হয়ে সাইড বেঞ্চে বসে ছিলেন।

আইপিএলে ছয় মৌসুমে সুযোগ পেয়ে ২১ ম্যাচে ৩০০ রান করেছিলেন উন্মুক্ত চাঁদ। ২০১৬ সালে ভারত ‘এ’ দল থেকে জায়গা হারানোর পর নিজেকে আর কখনও ভারতের ক্রিকেটের বড় মঞ্চে প্রমাণ করতে পারেননি। তাই তো বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন উন্মুক্ত চাঁদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

২০২২ বিশ্বকাপ মেয়াদে নিয়োগ পাচ্ছেন প্রিন্স

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন লঙ্কান দুই নিষিদ্ধ ক্রিকেটার

বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

বিশ্বকাপে বাংলাদেশকেও ফেভারিট ভাবছেন গিবস

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সাথে সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের