উন্মুক্ত চাঁদের পথে হাটলেন তারই সতীর্থ হারমিত সিং

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৩৮ এএম, ২৪ আগস্ট ২০২১
উন্মুক্ত চাঁদের পথে হাটলেন তারই সতীর্থ হারমিত সিং

একের পর এক ক্রিকেটার ভারতীয় ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। এবার সে তালিকায় যোগ দিলেন ২০১২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য হারমিত সিং। এছাড়াও ভারতীয় ক্রিকেটে মুম্বাই দলের হয়ে খেলেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলার জন্য ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন উন্মুক্ত চাঁদ, মানান শর্মা। এবার সে তালিকায় যুক্ত হলেন হারমিত সিং।

হারমিত সিং জানান, যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলে বড় ধরনের আর্থিক নিশ্চয়তা দিবে। আর্থিক নিশ্চয়তা কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি।

হারমিত বলেন, ‘আমি জুলাইয়ে অবসর নিয়েছিলাম। মুম্বাই দলে সুযোগ না পাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন যুক্তরাষ্ট্রে খেলবো। সেখানে খেললে ভালো অঙ্কের অর্থ পাবো যা আমাকে আর্থিক নিশ্চয়তা দিবে।’

তিন বছরের চুক্তিতে মেজর লিগ খেলতে যাচ্ছেন হারমিত সিং। ইতিমধ্যেই ১২মাস সময় কাটিয়ে ফেলেছেন তিনি। তাই তার ধারণা পরবর্তী ১৮ মাস পরেই যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন।

বিদেশি কোনো ক্রিকেটার যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চাইলে তাকে ৩০ মাস ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়।
হারমিত সিংয়ের নির্ধারিত সময়ের সে কোটা পূরণ হতে আরও ১৮ মাস সময় বাকি আছে।

এ বিষয়ে হারমিত বলেন, ‘এখানে জাতীয় দলের হয়ে খেলার জন্য ৩০ মাস কাটানো লাগে। আমি ইতিমধ্যে ১২ মাস কাটিয়ে ফেলেছি। আরও ১৮ মাস কাটাতে হবে।’

২০২৩ সালের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেটে নামতে পারবেন হারমিত সিং। তখন হারমিতের বয়স ৩০ এর কোটা পার হবে। তবে সে সময়ই দুর্দান্ত পারফর্ম করার ব্যাপারে আশাবাদী হারমিত সিং। এছাড়াও এ বয়সকেই স্পিনারদের জন্য সেরা সময় মনে করেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং কোচের নাম নিশ্চিত করলো আফগান বোর্ড

ব্যাটিং কোচের নাম নিশ্চিত করলো আফগান বোর্ড

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

অ্যাশেজে বাটলারকে নিয়ে শঙ্কা

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজা

পিসিবির সম্ভাব্য সভাপতি রমিজ রাজা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা

আফগান ক্রিকেট বোর্ডে বড় পরিবর্তন আনলো তালেবানরা