টি-টেন লিগে বাংলা টাইগার্সের কাপ্তান ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৯ আগস্ট ২০২১
টি-টেন লিগে বাংলা টাইগার্সের কাপ্তান ডু প্লেসিস

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে আবুধাবি টি-টেন লিগের ২০২১ সালের আসর। চলতি বছরের এ আসরে বাংলা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস।

টি-টেন ক্রিকেটকে জনপ্রিয় করে তুলেছে আবুধাবি টি-টেন লিগ। চলতি বছরের নভেম্বরে মাঠে গড়াবে টি-টেন লিগের নতুন সংস্করণ। বিশ্বকাপের পরে শুরু হয়ে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগের আসর। প্রতিবারের মতো এবারের আসরেও বাংলাদেশি মালিকাধীন দল হিসেবে থাকবে বাংলা টাইগার্স।

এবারের আসরের জন্য বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে ফ্যাফ ডু প্লেসিসকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও অধিনায়ক হিসেবেও তিনিই দায়িত্ব পালন করবেন।

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকেও নেতৃত্ব দিয়েছেন এ ব্যাটসম্যান। প্রোটিয়াদের হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলেছেন ডু প্লেসিস। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও নিয়মিত মুখ তিনি।

ডু প্লেসিস বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘সেরা তারকাদের আসাথে বাংলা টাইগার্সের হয়ে মাঠে খেলার জন্য উদগ্রীব হয়ে আছি। আশা করি রোমাঞ্চকর সময় কাটবে। এখানে খেলার জন্য অপেক্ষা করতে পারছি না।’

নভেম্বরে আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসর অনুষ্ঠিত হবে। সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উপলক্ষে টুর্নামেন্টের সময়কাল কিছুটা বাড়ানো হয়েছে।

আবুধাবি টি-টেন লিগে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি নিশ্চিত করতে বিশ্বকাপের পরই পরই এ টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশ ক্রিকেটেও হবে দু’টি ভিন্ন জাতীয় দল

বাংলাদেশ ক্রিকেটেও হবে দু’টি ভিন্ন জাতীয় দল

আইপিএলের ছাড়পত্র পেতে মোস্তাফিজের আবেদন

আইপিএলের ছাড়পত্র পেতে মোস্তাফিজের আবেদন

সাকিবকে অভিনন্দন জানিয়ে খোঁচা দিলেন ডু প্লেসিস

সাকিবকে অভিনন্দন জানিয়ে খোঁচা দিলেন ডু প্লেসিস

৩ রানে ৭ উইকেট, সবাইকে ছাড়িয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড

৩ রানে ৭ উইকেট, সবাইকে ছাড়িয়ে ওভারডাইকের বিশ্ব রেকর্ড