আইপিএলের ছাড়পত্র পেতে মোস্তাফিজের আবেদন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩০ এএম, ২৭ আগস্ট ২০২১
আইপিএলের ছাড়পত্র পেতে মোস্তাফিজের আবেদন

কারোনার কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের বাকি অংশে খেলতে অনুমতি চেয়েছেন মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপের আগে আরব-আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলের বাকি অংশে খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশ ইতিবাচক অবস্থানে রয়েছে।

বোর্ডের কাছে অনুমতি চেয়ে মোস্তাফিজের আবেদনের বিষয়টি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের (বিসিবি) কাছে মোস্তাফিজ আবেদন করেছে। আইপিএলে খেলতে দেওয়ার বিষয়ে বোর্ড ইতিবাচক অবস্থায় আছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

স্থতিগ আইপিএলে মোস্তাফিজ ছাড়াও খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। করোনার মাঝে ভারতের মাটিতে শুরু হওয়া ১৪তম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন সাকিব। করোনার কারণে স্থগিত হওয়ার পর এখন বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব-আমিরাতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার আইপিএলে খেলা বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। ফলে সাকিব-মোস্তাফিজকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে আগে থেকেই ইতিবাচক মনোভাবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৪তম আসরে সাকিব কলকাতার হয়ে খেললেও মোস্তাফিজ খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। তবে দলের হয়ে সবগুলো ম্যাচেই খেলেছিলেন মি. ফিজ।

তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রানের পাশাপাশি বল হাতে সাকিব উইকেট শিকার করেছিলেন ৩টি। অন্যদিকে, দলের হয়ে সবগুলো ম্যাচ (৭ ম্যাচ) খেলা মোস্তাফিজ বল হাতে নিয়েছিলেন ৮টি উইকেট।

এদিকে, মোস্তাফিজ আবেদন করলেও সাকিব আল হাসান এখনও আবেদন করেননি। অস্ট্রেলিয়া সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে যাওয়ায় তার আবেদন করতে একটু সময় লাগছে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ঢাকা আসায় সাকিব আল হাসানও যেকোন সময় অনুমতির জন্য আবেদন করতে পারেন।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

বড় দল হয়ে ওঠার যাত্রা শুরু করলো বাংলাদেশ : সাকিব

নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

নাথান এলিসকে দলে ভেড়াতে চায় আইপিএলের তিন দল

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

শীর্ষে ফিরলেন সাকিব, সেরা দশে মোস্তাফিজ

মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার

মোস্তাফিজের স্কিল স্রেফ অবিশ্বাস্য : অ্যাস্টন আগার