টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ১১ সেপ্টেম্বর ২০২১
টানা সিরিজ জয় বিশ্বকাপে আত্মবিশ্বাসী করবে : রিয়াদ

বিশ্বকাপের শেষ সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে জিততে না পারলেও সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। নিউজিল্যান্ডের আগে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজও নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। টানা তিন সিরিজ জয় বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে বলে মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

পুরো সিরিজে কোনো দলই করতে না পারলেও শেষ ম্যাচে উইকেটের সুবিধা নিয়ে স্কোর বোর্ডে টি-টোয়েন্টি সুলভ রান করেছে কিউইরা। তবে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্য তাড়া করতে পারেনি বাংলাদেশ।

এ বিষয়ে রিয়াদ বলেন, ‘আমরা আজকে জিততে পারতাম। কিন্তু দুর্ভাগ্যবশত নিউজিল্যান্ড দল আজকে ভালো খেলেছে। তারা ভালো রান করেছে। আমরা লক্ষ্য তাড়া করতে পারি নি।’

সিরিজের শেষ ম্যাচে প্রত্যাশিত জয় তুলে নিতে না পারলেও সিরিজ জিতে খুশি অধিনায়ক রিয়াদ।

সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১৬১ রান করে নিউজিল্যান্ড। এ ম্যাচে বোলাররা বেশ খরুচে হলেও তাদের পক্ষেই সাফাই গেয়েছেন কাপ্তান। বলেন, ‘আমার মনে হয় বোলাররা ভালো করেছে। আমরা শেষের দিকে গিয়ে ভালো করে ম্যাচ শেষ করতে পারিনি। শেষ এক দুই ওভার আমরা রান করতে পারি নাই। বোলাররা চেষ্টা করেছে। স্পিনাররা ভালো বোলিং করেছে। শরিফুল দ্রুত দুইটি উইকেট নিয়ে আমাদেরকে মোমেন্টাম এনে দিয়েছে।’

সিরিজের প্রথম ম্যাচের উইকেট নিয়ে সমালোচনা হলেও শেষ ম্যাচের উইকেট নিয়ে কোনো ধরনের সমালোচনা হলেও এ ম্যাচের উইকেট নিয়ে সন্তুষ্ট ছিলেন অধিনায়ক। তিনি বলেন, ‘উইকেট রান করার জন্য বেশ ভালো ছিল। তবে আমরা শুরুর দিকে ভালো করে শুরু করতে পারিনি। রান রেট বেড়ে গিয়েছিল। আমি এবং আফিফ চেষ্টা করেছিলাম। তবে ওদের বোলাররা ভালো করে বল করেছে।’

টানা তিন সিরিজ জয় বিশ্বকাপে দলকে আত্মবিশ্বাসী করে তুলবে বলে জানান তিনি। বলেন, ‘সর্বশেষ তিন সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম। আমরা টানা তিন সিরিজ জিতেছি। এটা আমাদেরকে বিশ্বকাপের আগে ভালো বুস্ট করবে। বিশ্বকাপে আমরা গ্রুপ এ তে খেলবো। আশা করি শুরুর দিকে সব ম্যাচ আমরা জিততে পারবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

সিরিজ জিতলেও শেষ ম্যাচে বাংলাদেশের হারের স্বাদ

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

নাদির শাহ’র স্মরণে নীরবতা, কালো ব্যাজ পরে খেলছেন টাইগাররা

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান রিয়াদের

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

বিশ্বকাপের দল ঘোষণার সাথে সাথেই অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান