নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৮ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১
নেপালে খেলার পর তামিমকে নিয়ে সিদ্ধান্ত : দেবাশীষ

জিম্বাবুয়ে সিরিজের পর থেকেই ইনজুরির কারণে সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। ইনজুরি কাটিয়ে নেপালের ফ্রাঞ্চাইজি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তামিম। সেখানে তার ফিটনেসের উপরই নির্ভর করবে কবে নাগাদ আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

চলতি বছরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) চলাকালীন ইনজুরিতে পড়েন তামিম। ইনজুরির কারণে সুপার লিগে খেলতে পারেননি তিনি। তবে ইনজুরি থেকে কিছুটা সেরে উঠে জিম্বাবুয়ে সফরে গিয়েছিলেন তামিম।

জিম্বাবুয়ে সফরে তিন সংস্করণেই দলে থাকলেও শুধুমাত্র ওয়ানডে সিরিজ খেলেই দেশে ফিরে আসেন তামিম। এরপর থেকে পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন তিনি।

প্রায় আট সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর অনুশীলনে ফেরেন তামিম। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের সিরিজের পরে তামিমকে পরামর্শ দেওয়া হয়েছিল প্রায় আট সপ্তাহের জন্য একটা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার জন্য। তামিম প্রায় গত মাসখানিক ধরে এই পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করেছে। আমাদের জাতীয় দলের ফিজিও এবং ট্রেনারদের তত্ত্বাবধানে।’

পুর্নবাসন প্রক্রিয়ার জন্য তামিম প্রচুর অনুশীলন করেছে বলে জানিয়েছেন দেবাশীষ চৌধুরী। বলেন, ‘যথেষ্ট অধ্যাবসায় ও কষ্টের সঙ্গে এই জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছে। গত দুই-তিন ধরে ও প্রথম স্কিল ট্রেনিং শুরু করেছে। ব্যাটিং, ফিল্ডিং এবং ফিল্ড ড্রিলস শুরু করেছে। আস্তে আস্তে কনফিডেন্স ফিরে পাচ্ছে।’

এভারেস্ট প্রিমিয়ার লিগের আগেই মাঠে ফিরতে তামিম মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন তিনি। বলেন, ‘আমরা আশাবাদী যে আরও কয়েকটা দিন সময় বাকি আছে। এভাবে যদি ও স্কিল ট্রেনিং চালিয়ে যেতে পারে তাহলে আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার ব্যাপারে আশা প্রকাশ করেছে, সেটা সম্ভব হবে।’

এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) তামিমের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক। এ বিষয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের সাথে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে তাতে এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা পুর্নবাসন প্রক্রিয়ার অংশ। এতে বোঝা যাবে স্কিল এবং অন্যান্য বিষয় কিভাবে মানিয়ে নিচ্ছে তা বোঝা যাবে।’

ইপিএলে তামিমের ফিট থাকার উপর নির্ভর করবে কবে নাগাদ তিনি মাঠে ফিরবেন। নেপালে তামিমের অবস্থা বিবেচনা করে তবেই তার ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পাকিস্তান সিরিজেই তামিম দলে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘খেলার ব্যাপারটা অন্যরকম। যতক্ষণ পর্যন্ত ও প্রকৃত খেলার মধ্যে না ফিরছে, ততক্ষণ পর্যন্ত ও নিজের অবস্থা বুঝতে পারবে না। তাই এখানে খেলাটা আমরা মনে করছি খুবই গুরুত্বপূর্ণ। এর ফিডব্যাকের উপর নির্ভর করবে কিভাবে আমরা আগাবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

অধিনায়ক থাকলে শিরোপা জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাবেন তামিম

সময়ই বলে দেবে দলের চাহিদাটা কী : তামিম প্রসঙ্গে রিয়াদ

সময়ই বলে দেবে দলের চাহিদাটা কী : তামিম প্রসঙ্গে রিয়াদ

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি

তামিম-রিয়াদের মাঝে ‘দ্বন্দ্ব’ খুঁজে পাননি বিসিবি সভাপতি

ইপিএলে খেলতে মুখিয়ে আছেন তামিম

ইপিএলে খেলতে মুখিয়ে আছেন তামিম