মরিসের পারফর্মেন্সে সন্তুষ্ট নন সাঙ্গাকারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ এএম, ০১ অক্টোবর ২০২১
মরিসের পারফর্মেন্সে সন্তুষ্ট নন সাঙ্গাকারা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরব আমিরাত অংশে হতশ্রী পারফর্মেন্সের পসরা সাজিয়ে বসেছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। তার হতশ্রী পারফর্মেন্স রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্টকে হতাশ করেছে। দলটির প্রধান কোচ কুমার সাঙ্গাকারা জানিয়েছেন, প্রত্যাশামাফিক পারফর্ম করতে পারেননি মরিস।

আইপিএলের এবারের আসরে সবচেয়ে দামি ক্রিকেটার ক্রিস মরিস। তাই তো তার কাছে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশাটাও বেশি। কিন্তু টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে ব্যর্থ এ প্রোটিয়া অলরাউন্ডার।

আইপিএলের ১৪তম আসরের প্রথম অংশে ভালো করলেও সে ফর্ম আরব আমিরাতের মাটিতে টেনে আনতে পারেননি মরিস। এ পর্বে ব্যাট কিংবা বল কোনোভাবেই নিজের সেরা ফর্ম দেখাতে পারছেন না। এখন পর্যন্ত চলতি আসরে ১০ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছেন। ইকোনমি রেট ৯.৪০।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে তার কোটার শেষ ওভারে ২১ রান দেন রাজস্থান। রাজস্থান কোচ সাঙ্গাকারার মতে এখানেই শেষ হয়েছে তাদের জয়ের আশা।

মরিসের বিষয়ে সাঙ্গাকারা বলেন, ‘আসরের প্রথম পর্বে দুর্দান্ত ফর্মে থাকলেও, এখানে সে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না। চার ওভারে ও ৫০ রান দিয়েছে। তার শেষ ওভারই ছিল টার্নিং পয়েন্ট এবং সেখানেই আমরা ম্যাচ হেরে গেছি।’

মরিসকে দলে না রাখার বিষয়ে ইঙ্গিত দিয়ে রেখেছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচে আমরা ভেবে চিন্তে একাদশ সাজাবো। প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করেই ক্রিকেটারদের একাদশে রাখা হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটি, মোস্তাফিজকে পাশ কাটিয়ে ব্যাঙ্গালোরের জয়

ম্যাক্সওয়েলের ঝড়ো ফিফটি, মোস্তাফিজকে পাশ কাটিয়ে ব্যাঙ্গালোরের জয়

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

ক্ষমতা কমায় পিসিবির প্রধান নির্বাহীর পদ ছাড়লেন ওয়াসিম খান

কলকাতার একাদশে সাকিব না থাকার কারণ জানালেন সহকারী কোচ

কলকাতার একাদশে সাকিব না থাকার কারণ জানালেন সহকারী কোচ