এই বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০২ এএম, ০৪ অক্টোবর ২০২১
এই বিশ্বকাপেই রোহিতকে অধিনায়ক হিসেবে চান গাভাস্কার

সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে ভারতের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে বিশ্বকাপের পরে নয়, আগেই কোহলির পরিবর্তে রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে চান ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।

তিনি বলেন, বিশ্বকাপের আগেই ভারতের অধিনায়কত্ব রোহিত শর্মার হাতে তুলে দেয়া উচিত। এমনকি ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় সংক্ষিপ্ত ভার্সনের বিশ্বকাপে রোহিতকেই অধিনায়ক রাখা উচিত।

বিরাট কোহলি সরে যাওয়ায় চলতি মাসেই শুরু হওয়া বিশ্বকাপের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিরাটের পর ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার নামই বেশি শোনা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে কোহলির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। তবে এখনই রোহিতের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া উচিত বলে মনে করছেন গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যমকে গাভাস্কার বলেন, ‘আগামী দু’টো বিশ্বকাপেই রোহিতকে অধিনায়কত্ব করা উচিত। দু’টো বিশ্বকাপের মধ্যে খুব বেশি ব্যবধান নেই। একটা শুরু হচ্ছে অক্টোবর মাসে, অন্যটা শুরু এক বছর পর। তাই খুব বেশি পরিবর্তন করা উচিত হবে না। পরের অধিনায়ক হিসেবে রোহিতই আমার পছন্দের। দু’টো বিশ্বকাপেই রোহিতকে দায়িত্ব দেওয়া উচিত।’

সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছেন রোহিত। নিদাহাস ট্রফি এবং এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি। রোহিতের নেতৃত্বে শিরোপাও জিতেছে ভারত। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা পাঁচবার জিতেছেন তিনি।

সীমিত ওভারের ফরম্যাটে অধিনায়কত্বের পরীক্ষায় রোহিত যেখানে সাফল্যে রঙ্গিন, সেখানে কোহলি অর্জন শূন্য। দ্বিপাক্ষীক সিরিজে অধিনায়ক হিসেবে নজরকাড়া সাফল্য পেলেও আইসিসির কোন ইভেন্টে শিরোপা জিততে পারেননি কোহলি। সেই সাথে আইপিএলেও সাফল্য পাননি তিনি।

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি চলমান আইপিএল শেষেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুলোর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাও দিয়েছেন বিরাট কোহলি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজদের জয় ও মুম্বাইয়ের হারে জমে গেছে প্লে-অফের লড়াই

মোস্তাফিজদের জয় ও মুম্বাইয়ের হারে জমে গেছে প্লে-অফের লড়াই

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

বিশ্বকাপে ভারতকে হারাবে পাকিস্তান : ওয়াকার

নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

নারী ক্রিকেটের এমন মাইলফলকে অ্যালিসা পেরি প্রথম

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা