বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৩ এএম, ১২ নভেম্বর ২০২১
বিসিবিতে যোগ দিচ্ছেন না সালাউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বাজে পারফরম্যান্সের পর জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হতে মোহাম্মদ সালাউদ্দিনকে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ‘মাসকো সাকিব ক্রিকেট একাডেমি’র গুরুত্বপূর্ণ পদের থাকা দেশের স্বনামধন্য এ কোচ বিসিবিতে যোগ দিচ্ছেন না। জানিয়েছেন, আপাতত সাকিবের ওই একাডেমিতে থেকেই ক্রিকেটার গড়ে তোলার কাজে মনোনিবেশ করতে চান।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর নড়েচড়ে বসেছে বিসিবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনকে দেওয়া হয়েছে ‘টিম ডিরেক্টর’-এর দায়িত্ব। জানা গেছে, বিশ্বকাপের ব্যর্থতায় কোচিং স্টাফ নিয়েও ভাবছের বিসিবির কর্তরা।

তারই ধারবাহিকতায় মোহাম্মদ সালউদ্দিনকে টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। টিম ডিরেক্টরের দায়িত্ব পাওয়ার পর খালেদ মাহমুদ সুজনও জানিয়েছিলেন, সালাউদ্দিনকে জাতীয় দলের সাথে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে বিসিবির প্রস্তাব নাকচ করে দিলেন সাকিব-মুশফিকদের প্রিয় এ কোচ।

সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘আমাকে প্রস্তাব দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। তবে বর্তমানে আমি অনেক দায়িত্বে জড়িয়ে আছি। এছাড়া সাকিব-তামিম-মুমিনুলরা আমার কাছে আসলে তাদের সাহায্যও করি। এ অবস্থায় সহকারী কোচের (জাতীয় দলে) দায়িত্ব নিলে আগের সব ছেড়ে আসতে হবে।’

আরও পড়ুন> বিসিবিতে কাজ করতে আগ্রহী মাশরাফি, তবে আরও খেলতে চান

মাসকো-সাকিব ক্রিকেট একাডেমিতে বর্তমানে ৩শ’ শিক্ষার্থীর দেখাশোনা করছেন মোহাম্মদ সালাউদ্দিন। একই সাথে ক্লাব ক্রিকেটের কাজে তার কথা দেওয়া রয়েছে। এসব কারণে বোর্ড থেকে প্রস্তাব পেলেও আপাতত জাতীয় দলের সাথে যুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘বিসিবি খুব ভালো পরিকল্পনা করেছে। তবে একজন পেশাদার কোচ হিসেবে আমি আমার আগের কমিটমেন্টগুলো ছাড়তে পারি না, এটা ঠিক হবে না। তবে ভবিষ্যতে বিসিবি আবারও প্রস্তাব দিলে ভেবে দেখবো।’

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

বিসিবির কোচিং প্রোগ্রামের প্রধান দায়িত্বে সালাউদ্দিন

বিসিবির কোচিং প্রোগ্রামের প্রধান দায়িত্বে সালাউদ্দিন

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

কোয়ারেন্টাইন শিথিলে ছোট হচ্ছে টাইগার স্কোয়াড

আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ

আশরাফুলের বোলিং অ্যাকশনে সন্দেহ

টেস্ট আঙিনায় ২১ বছরে বাংলাদেশ

টেস্ট আঙিনায় ২১ বছরে বাংলাদেশ