সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২২ পিএম, ০৪ ডিসেম্বর ২০২১
সফর সংক্ষিপ্ত করে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় ভারতের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তৈরি হয়েছিল ধোয়াশা। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা উড়িয়ে দিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। তবে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও শুধু ওয়ানডে এবং টেস্ট খেলবে দুই দল।

ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে এবারের সফরে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে দুই দল।

তিনটি করে টেস্ট এবং ওয়ানডে খেলায় পূর্বানির্ধারিত সূচিতেই মাঠে গড়াবে এ দুই সিরিজ। তাই তো বৃহস্পতিবারই (৯ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দিবে ভারত।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর। তবে ভেন্যুতে আসবে পরিবর্তন। ভেন্যুর বিষয় নিয়ে ‘৪৮ ঘন্টা’র মধ্যে বিস্তারিত জানাবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

টেস্ট এবং ওয়ানডে সিরিজ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এলেও, টি-টোয়েন্টি সিরিজ কবে মাঠে গড়াবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি দুই বোর্ড। তবে পরবর্তীতে কোনো এক সময়ে মাঠে গড়াবে বলে জানিয়েছে।

ওমিক্রনের প্রভাবে ইতিমধ্যেই আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব বাতিল করা হয়েছে। এছাড়াও স্থগিত হয়েছিল নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা সিরিজ। 

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এজাজ প্যাটেল

টেস্টে কোহলির সহকারী হবেন রোহিত

টেস্টে কোহলির সহকারী হবেন রোহিত

ওমিক্রন : ভারত সফরের আগে প্রোটিয়াদের ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত

ওমিক্রন : ভারত সফরের আগে প্রোটিয়াদের ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই

আবারও ডু প্লেসিসকে ভেড়াতে চায় চেন্নাই