দ্বিতীয় দিনের প্রথম সেশনেও প্রকৃতির কবলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০৫ ডিসেম্বর ২০২১
দ্বিতীয় দিনের প্রথম সেশনেও প্রকৃতির কবলে

ঢাকা টেস্টের প্রথম দিনের শুরু থেকেই মিরপুরে জ্বলছিল ফ্ল্যাড লাইট। এতেই বোঝা যাচ্ছিলো ম্যাচে থাকবে প্রকৃতির আধিপত্য। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ঢাকা টেস্টের প্রথম দুই দিনে প্রকৃতির কারণে বন্ধ ছিল দুই সেশনের খেলা।

রোববার (৫ ডিসেম্বর) সকাল থেকেই মিরপুরের আকাশে ছিল মেঘের ঘনঘটা। সকাল থেকেই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ছিল বৃষ্টি। তাই তো একবার মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েও বাতিল করতে বাধ্য হয়েছে ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় দফায় বৃষ্টি শেষ হলে খেলা শুরুর সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালরা।

শুরুতেই সিদ্ধান্ত ছিল সকাল ১১.২০ মিনিটে শুরু হবে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা। তবে মধ্যাহ্ন বিরতির সময় কাছে চলে আসায় ম্যাচ শুরু করা হয়নি। সিদ্ধান্ত হয়, মধ্যাহ্ন বিরতির পর শুরু হবে দ্বিতীয় দিনের খেলা।

মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়ায়, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের একটি সেশনে প্রকৃতির আধিপত্য। প্রকৃতির কারণে মাঠে গড়ালো না দুই সেশনের খেলা।

দ্বিতীয় দফায় বৃষ্টি শেষ হলে জানানো হয় মধ্যাহ্ন বিরতির পর ১২.১০ মিনিটে মাঠে গড়াবে দ্বিতীয় দিনের খেলা। তবে তার আগেই আবারও বৃষ্টি নামায় ঢাকা হয়েছে মিরপুরের উইকেট।

প্রথম দিন শেষে দুই উইকেটে ১৬১ রান তুলেছে পাকিস্তান। অপরাজিত আছেন দুই ব্যাটার বাবর আজম এবং আজহার আলি। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেছেন স্পিনার তাইজুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

সৌম্য ধারাবাহিক নয় সেটা সবাই জানে : পাপন

জাওয়াদের প্রভাব, দ্বিতীয় দিনের শুরুতেই বিলম্ব

জাওয়াদের প্রভাব, দ্বিতীয় দিনের শুরুতেই বিলম্ব

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

নির্ধারিত সময়ের আগেই শুরু হবে চারদিনের খেলা

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ

সুবিধা নিতে পারেননি পেসাররা : মিরাজ