নতুন বছরের জানুয়ারিতে বসবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। এ আসরকে সামনে রেখে যুব দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন ২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল হাসান।
২০২০ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেই বিশ্বজয়ী দলের তিন সদস্যকে রেখেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। অধিনায়ক রাকিবুল হাসান ছাড়াও তানজিম হাসান সাকিব এবং প্রান্তিক নওরোজ নাবিল ছিলেন বিশ্বকাপজয়ী স্কোয়াডে সদস্য। তাই তো বলা যায়, অভিজ্ঞ একটি স্কোয়াড নিয়েই বিশ্বকাপ মিশনে নামতে যাচ্ছে বাংলাদেশ।
বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রাকিবুল হাসান। তার সহকারী হিসেবে থাকবেন প্রান্তিক নওরোজ নাবিল।
বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের যুবাদের সামনে থাকবে এশিয়া কাপ মিশন। সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপ মিশনেও একই স্কোয়াড নিয়ে খেলবে বাংলাদেশ যুব দল।
এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগের প্রস্তুতি বেশ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশের যুবারা। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশের যুবারা। সেবার বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মেহেরব হাসান।
এই দুই সিরিজের পর অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পে যোগ দেন বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রাকিবুল হাসান এবং তানজিম হাসান সাকিব। এশিয়া কাপের আগে শেষ সিরিজে ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ভারতের অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে যুব টাইগাররা।
চলতি বছরের ২০ ডিসেম্বর এশিয়া কাপ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশের যুবারা। সেই এশিয়া কাপ শেষ করে বিশ্বকাপ খেলতে সরাসরি ওয়েস্ট ইন্ডিজে উড়ে যাবে বাংলাদেশ। সেখানে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত।
বাংলাদেশ স্কোয়াড
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লা আল মামুন, তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাইম, মুসফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, নাইমুর রহমান রিজার্ভ: আহসান হাবীব, জিশান আলম।
স্ট্যান্ডবাই
মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, গোলাম কিবরিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]