বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ এএম, ২৩ ডিসেম্বর ২০২১
বিপিএল ফ্র্যাঞ্চাইজিতে সর্বোচ্চ ৮ বিদেশি ক্রিকেটার, সর্বনিম্ন ৩ জন

করোনাভাইরাস মহামারির কারণে এক মৌসুম বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরু থেকেই বিদেশি ক্রিকেটার নিয়ে একের পর এক গুঞ্জন শোনা গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি ছিল না। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে বিসিবি। জানানো হয়েছে দলগুলো সর্বনিম্ন তিনজন এবং সর্বোচ্চ আটজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে।

বিপিএলের অন্যতম আকর্ষণ বিদেশি ক্রিকেটার। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মাঠে গড়াবে বিপিএল এবং পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এ কারণে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে ফ্রাঞ্চাইজিগুলো জানাচ্ছে তারা তারকা ক্রিকেটারদের সাথে যোগাযোগ করতে পেরেছে এবং তারা খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এতেই আশাবাদী হচ্ছেন দেশের ক্রিকেট প্রেমিরা।

সোমবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বিপিএলের অষ্টম আসরের প্লেয়ার ড্রাফট। যদিও প্লেয়ার ড্রাফটে থাকা ক্রিকেটারদের নাম এখনও চূড়ান্ত করেনি বিসিবি। এরপরেও আশায় বুক বাঁধতে পারেন ক্রিকেটপ্রেমীরা। কারণ প্লেয়ার ড্রাফটের বাইরেও ক্রিকেটারদের দলে ভেড়ানোর সুযোগ রেখেছে বিসিবি। ড্রাফট থেকে না হলে বাইরে থেকে বড় কোনো তারকাকে দলে ভেড়াতেই পারে ফ্রাঞ্চাইজিগুলো। 

প্লেয়ার ড্রাফটের বাইরে তিনজন বিদেশি এবং একজন দেশি ক্রিকেটারকে দলে ভেড়ানোর সুযোগ করে দিচ্ছে বিসিবি। এসব ক্রিকেটারদের দলে ভেড়াতে ঠিক কতটাকা খরচ করতে পারবে সে বিষয়ে নির্ধারিত কোনো অঙ্ক জানায়নি বিসিবি।

যেভাবেই বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াক না কেন, ফ্রাঞ্চাইজিগুলোকে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর জন্য একটি নির্দিষ্ট সীমা করে দেওয়া হয়েছে। একটি দলকে সর্বনিম্ন তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতেই হবে। তবে আটজনের বেশি বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে না কোনো দলই।

একাদশে কতজন ক্রিকেটারকে খেলাতে পারবে সে বিষয়েও নিয়ম করে দিয়েছে বিসিবি। তারা জানিয়েছে, একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে খেলাতে হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

বিপিএলের ছয় দল ‘চূড়ান্ত’, থাকছে না আইকন প্লেয়ার

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

আকরামের দায়িত্ব ছাড়ার প্রশ্নই আসে না : পাপন

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরছেন ওয়াগনার-কনওয়ে

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ফিরছেন ওয়াগনার-কনওয়ে

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল

ফেরার প্রস্তুতিতে ব্যাট হাতে মাঠে তামিম ইকবাল