অজিদের কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান জাস্টিন ল্যাঙ্গার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১
অজিদের কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান জাস্টিন ল্যাঙ্গার

বল টেম্পারিং কাণ্ডের পর দুঃসময়ে অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। চার বছরের চুক্তিতে দলের দায়িত্ব নেওয়া ল্যাঙ্গারের মেয়াদ প্রায় শেষের দিকে। এমন সময়ে এসেও দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন এ অজি মাস্টারমাইন্ড। তিনি জানান, কাজ উপভোগ করছেন। তাই তো ছাড়তে চাননা দায়িত্ব।

২০১৮ সালের মার্চে বল টেম্পারিং কাণ্ডের পর দলের দায়িত্ব ছেড়ে দেন অস্ট্রেলিয়ার হেড কোচ ড্যারেন লেহম্যাচ। এরপরেই তার স্থলাভিষিক্ত হন জাস্টিন ল্যাঙ্গার। তার অধীনেও অস্ট্রেলিয়া তাদের নিজেদের আধিপত্য বজায় রাখে।

আধিপত্য বজায় রাখলেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। এছাড়াও ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হারে। এরপরে তাকে নিয়ে উঠে সমালোচনার ঝড়। সমালোচনার মধ্যেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ভূমিকা রাখেন ল্যাঙ্গার।

শুধু তাই নয়, চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টে জিতে বেশ ফুরফুরে মেজাজে আছে অস্ট্রেলিয়া দল। এরপরেই নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

২০২২ সালের মে-তে জ্যাস্টিন ল্যাঙ্গারের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চুক্তির মেয়াদ শেষ হবে। এর মাস চারেক আগেই দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।

ল্যাঙ্গার বলেন, ‘হ্যাঁ, সত্যি বলতে আমি এখনও অন্যকিছু ভাবিনি। শেষ চার বছরে আমি যা বলছি, এবারও তাই বলছি। আমি আমার কাজকে ভালোবাসি।’

এছাড়াও অস্ট্রেলিয়া দলকে প্রশংসায় ভাসাতেও কোনো কাপর্ণ্য করেননি তিনি। এ বিষয়ে ল্যাঙ্গার বলেন, ‘ছেলেরা দারুণ খেলছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অসাধারণ এ দলটির অংশ হওয়া দারুণ ব্যাপার। আমার দিক থেকে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।’

চলমান অ্যাশেজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডকে ইতিমধ্যেই বিধ্বস্ত করেছে অস্ট্রেলিয়া। হয়তো এ কারণেই বেড়ে যেতে পারে ল্যাঙ্গারের  চুক্তির মেয়াদ। শেষ পর্যন্ত কি হবে সেটার জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পন্টিংয়ের তীর ইংলিশ কাপ্তানের দিকে

পন্টিংয়ের তীর ইংলিশ কাপ্তানের দিকে

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

রুটকে হটিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের শীর্ষে লাবুশেন

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়া স্কোয়াডে স্কট বোল্যান্ড

আপত্তিকর বার্তা দিয়ে আবারও গ্রেফতার স্লেটার

আপত্তিকর বার্তা দিয়ে আবারও গ্রেফতার স্লেটার