শুরু হচ্ছে যুবাদের বিশ্ব লড়াই

পার্থ প্রতীম রায় পার্থ প্রতীম রায় প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
শুরু হচ্ছে যুবাদের বিশ্ব লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার মাঠে গড়াচ্ছে যুবাদের বিশ্বকাপ। প্রথমবারের মতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসতে যাচ্ছে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। শুক্রবার (১৪ জানুয়ারি) আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া। আর আসরের তৃতীয় দিন ইংল্যান্ডে বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ক্যারিবিয়ান অঞ্চলে বসতে যাচ্ছে যুব বিশ্বকাপের ১৪তম আসর। এ আসরের আগে কোয়ারেন্টাইন ইস্যুতে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছ তাসমান পাড়ের দেশ নিউজিল্যান্ড। কিন্তু তাদের প্রতিবেশি অস্ট্রেলিয়া এবারের আসরে অংশ নিচ্ছে।

নিউজিল্যান্ড না খেলায় যুব বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। এছাড়াও টেস্ট খেলুড়ে দেশের বাইরে বিশ্বকাপে থাকছে উগান্ডা, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, পাপুয়া নিউগিনির মতো দেশগুলো। যথারীতি থাকছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দলগুলোও।

যুব বিশ্বকাপের সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত চারবার যুব বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলেছিল তারা। এমনকি যুব বিশ্বকাপ খেলা অনেক ভারতীয় ক্রিকেটারই বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করেছেন। সে তালিকায় আছে বাংলাদেশের ক্রিকেটারদেরও নাম।

যুব বিশ্বকাপের সর্বশেষ আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে তুলেছিল বাংলাদেশ। বিশ্বকাপজয়ী সে দলের শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মাহমুদুল হাসান জয়রা ইতিমধ্যেই জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন। এছাড়াও জাতীয় দলের হয়ে খেলার দ্বারপ্রান্তে আছেন পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররাও।

যুব বিশ্বকাপের প্রত্যেক আসর থেকেই একের পর এক তারকা উঠে আসছেন, যারা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদেরকে প্রমাণ করেছেন। যুব বিশ্বকাপ সবসময়ই তরুণ ক্রিকেটারদেরকে দিচ্ছে লাইম লাইট। সেখান থেকেই ভালো করার উৎসাহ পাচ্ছে তরুণ ক্রিকেটাররা।

বিশ্ব ক্রিকেটে ব্রায়ান লারা, ক্রিস গেইল, যুবরাজ সিং, বিরাট কোহলি কিংবা হালের শুভমান গিলদের উত্থান মঞ্চ ছিল এ যুব বিশ্বকাপ। এ কারণেই নতুন কোনো তারা খোঁজে যুবাদের বিশ্ব আসরে নজর থাকবে সবার।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ১৬ দল। আয়োজিত হবে মোট ৪৮ ম্যাচ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের চার ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিস, ত্রিনিদাদ এন্ড টোবাগো, অ্যান্টিগা এবং গায়ানায় আয়োজিত হবে সবগুলো ম্যাচ।

বাংলাদেশ যুব দল তাদের সবগুলো ম্যাচই খেলবে সেন্ট কিটস এন্ড নেভিসে। বিশ্বকাপের তৃতীয় দিনে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে ইংল্যান্ড। গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ কানাডা এবং সংযুক্ত আরব আমিরাত। কোনো অঘটন না ঘটলে যুব টাইগারদের গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড এবং বাংলাদেশ।

বাংলাদেশের ম্যাচ সূচি
১৬ জানুয়ারি- বাংলাদেশ বনাম ইংল্যান্ড
২০ জানুয়ারি- বাংলাদেশ বনাম কানাডা
২২ জানুয়ারি- বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত

*সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৭ টায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

কন্ডিশন কঠিন নয়, প্রস্তুতি ভালো : রাকিবুল

আফগান যুবাদের জন্য পাল্টে গেল বিশ্বকাপের সূচি

আফগান যুবাদের জন্য পাল্টে গেল বিশ্বকাপের সূচি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘বি’ গ্রুপের নজরে ভারত-দক্ষিণ আফ্রিকা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : ‘এ’ গ্রুপের নজরে বাংলাদেশ-ইংল্যান্ড