বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
বাংলাদেশের বোলিং কোচ হতে আগ্রহী টেইট

চুক্তি মেয়াদ শেষে চলে গেছেন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এরপর থেকেই নতুন কোচের খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যেই পেস বোলিং কোচের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন সাবেক অজি পেসার শন টেইট।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলিং কোচের দায়িত্ব পালন করছেন শন টেইট। শুধু বাংলাদেশের ফ্রাঞ্চাইজি লিগ নয় অন্যান্য দেশের লিগেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। এছাড়াও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বোলিং পরামর্শক হিসেবেও কাজ করেছেন তিনি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া এক ভিডিও বার্তায় টেইট বলেন, ‘অবশ্যই আমি আগ্রহী। তাদের হাতে অবশ্য সময় আছে, কাকে বেছে নেবে। তবে অবশ্যই আমার জন্য দারুণ হবে (দায়িত্ব পেলে)।’

এবারের বিপিএলে সব তরুণ পেসারদের সাথে কাজ করছেন শন টেইট। এরপরেই জানান, বাংলাদেশ ভালো কিছু পেসার উঠে আসছেন।

বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছু ভালো তরুণ ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতে দুর্দান্ত ক্রিকেটার হয়ে উঠতে পারে। আমাদের দলে তাদের বেশ কজন আছে। শরিফুল যেমন, আগ্রাসী বাঁহাতি বোলার। আমাদের দলেরও গুরুত্বপূর্ণ অংশ হবে সে। নিজেকে তুলে ধরার মতো যথেষ্ট ক্রিকেট সে খেলে ফেলেছে এর মধ্যেই। তাদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আমি।’

আগামী ৫-৬ বছর বাংলাদেশের পেসাররাই রাজত্ব করবেন বলে জানিয়েছেন টেইট। তিনি বলেন, ‘এমনিতেও বাংলাদেশের ক্রিকেটে তরুণ ফাস্ট বোলার ও ক্রিকেটার উঠে আসছে। আগামী ৫-৬ বছর বাংলাদেশ ক্রিকেটের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর।’

আসন্ন বিপিএলে পেসারদের সবকিছু স্বাভাবিক রেখে উন্নতি করাতে চান টেইট। তিনি ডেথ ওভার বোলিংয়ের দিকেও বেশ নজর দিচ্ছেন বলে জানান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তান সিরিজেই আলোর মুখ দেখবে ‘বাংলা টাইগার্স’

আফগানিস্তান সিরিজেই আলোর মুখ দেখবে ‘বাংলা টাইগার্স’

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

এখনও বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করি : স্টিভ রোডস

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বাংলাদেশের পুরোনো কথা মনে করতে চান না রোডস

বিপিএলে মিনিস্টার গ্রুপ  ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ

বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ