অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৩ পিএম, ২৬ জানুয়ারি ২০২২
অস্ট্রেলিয়া সিরিজে শ্রীলঙ্কা দলে মেন্ডিস-গুণাথিলাকা

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে শ্রীলঙ্কা। এই সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসসিবি)। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন দানুশকা গুণথিলাকা এবং কুশাল মেন্ডিস। এছাড়াও দলে যো হয়েছে নতুন নয় মুখ।

২০২১ সালে জুলাই মাসে ইংল্যান্ড সফরে বায়োবাবলের নিয়ম ভঙ্গ করায় কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা এবং নিরোশন ডিকভেলাকে নিষেধাজ্ঞা দিয়েছিল শ্রীলঙ্কার বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছর এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এই তিন জন।

তবে অর্ধেক সময় যেতে না যেতেই এই তিন খেলোয়াড়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়া হলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দু’বছর এই তিন ক্রিকেটারের আচরণের ওপর নজর রাখবে বোর্ড।

এছাড়াও দলে ফিরছেন জেফরি ভ্যান্ডারসে। ৩১ বছর বয়সী এই লেগস্পিনার সর্বশেষ ২০১৯ সালের মার্চ মাসে শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। দলে ফিরছেন অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গাও।

শ্রীলঙ্কা স্কোয়াড: দাসুন শানাকা (সি), চারিথ আসালাঙ্কা (ভিসি), আবিষ্কা ফার্নান্দো, পথুম নিসাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, চামিকা করুণারত্নে, জেনিথ লিয়ানাগে, কামিল মিশারা, রমেশ মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা, নুহি কুমারা, নুহারা, নুহারা। দুষ্মন্ত চামেরা, বিনুরা ফার্নান্দো, মহেশ থেকশানা, জেফরি ভ্যান্ডারসে, প্রবীণ জয়াবিক্রমা, শিরান ফার্নান্দো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস


শেয়ার করুন :


আরও পড়ুন

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াডে হ্যাজলেউড, নেই ওয়ার্নার

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

বাংলাদেশের বোলিং কোচ হওয়ার দৌড়ে চামিন্দা ভাস

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

আইপিএল আয়োজনে বিসিসিআইয়ের বিকল্প ভাবনায় দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার

নির্ধারিত সময়ের আগেই নিষেধাজ্ঞামুক্ত তিন লঙ্কান ক্রিকেটার