ভারত-উইন্ডিজ সিরিজে ফিরছে দর্শক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ভারত-উইন্ডিজ সিরিজে ফিরছে দর্শক

কয়েকদিন পরেই মাঠে গড়াবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। ভারত সফরে তিনটি করে ওয়ানড এবং টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস মহামারির মধ্যে অনুষ্ঠিতব্য এ সিরিজের তিনটি টি-টোয়েন্টিই কলকাতার ইডেন গার্ডেনসে আয়োজিত হবে। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে ভারতে ওমিক্রন সংক্রমণ আরও বেশি করে ছড়িয়ে পড়তে পারে। এরকম ধারণার ওই মুহূর্তেই স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পশ্চিম বঙ্গ সরকার।

সোমবার (৩১ জানুয়ারি) পশ্চিমবঙ্গ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সকল ধরনের ইনডোর এবং আউটডোর খেলাধুলায় স্টেডিয়ামের ধারণাক্ষমতার ৭৫ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে। এ ঘোষণার পরই নিশ্চিত হওয়া গিয়েছে ইডেন গার্ডেনসে প্রবেশ করতে পারবে প্রায় ৫০ হাজার দর্শক।

সর্বশেষ ২০২১ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের একটি ম্যাচ ইডেন গার্ডেনসে আয়োজিত হয়েছিল। সে ম্যাচেও দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই ম্যাচে দর্শক ধারণক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পেরেছিল।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে। টি-টোয়েন্টি সিরিজের আগে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

পূর্ব সূচি অনুযায়ী সফরের সবগুলো ম্যাচই ভিন্ন ভিন্ন শহরে আয়োজিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণ জটিলতা কমানোর জন্য দুই সিরিজ দুই ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এ কারণেই ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ আয়োজিত হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

চ্যাপেলের দৃষ্টিতে রুট খারাপ, ব্যতিক্রমী অধিনায়ক কোহলি

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

আইপিএলে ২২ সপ্তাহের বায়ো-বাবল, খেলবেন না স্টার্ক

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

‘রিভিউ থাকলে টেন্ডুলকারের পাশে লাখ রান জ্বলজ্বল করতো’

অপরিবর্তিত টি-টোয়েন্টি দল, ভারত সফরে নেই হেটমায়ার ও লুইস

অপরিবর্তিত টি-টোয়েন্টি দল, ভারত সফরে নেই হেটমায়ার ও লুইস