২২ সদস্যের দল নিয়ে ঢাকা আসছে আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
২২ সদস্যের দল নিয়ে ঢাকা আসছে আফগানিস্তান

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) প্রায় শেষের দিকে। এ টুর্নামেন্ট শেষেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের দল নিয়ে ঢাকায় আসবে আফগানরা। তবে স্কোয়াডের সাথে এখনই ঢাকায় আসছেন না দলটির সেরা তারকা রশিদ খান।

শনিবার (১২ ফেব্রুয়ারি) তিন ম্যাচের ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি খেলতে কাতার হয়ে বাংলাদেশে আসবে আফগানিস্তান। পুরো দল কাতার হয়ে আসলেও দুবাই হয়ে বাংলাদেশে এসে দলের সাথে যোগ দিবেন নাজিবুল্লাহ জাদরান।

পুরো দল আসলেও পাকিস্তান সুপার লিগের কারণে কন্ডিশনিং ক্যাম্পে থাকছেন না রশিদ খান। সিরিজ শুরুর আগে দলের সাথে যোগ দিবেন তিনি।

বাংলাদেশে পৌঁছে একদিনের কোয়ারেন্টাইন করবে আফগানিস্তান দল। কোয়ারেন্টাইন শেষে ১৪ তারিখ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু কবে দলটি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

কন্ডিশনিং ক্যাম্প শেষে সিলেট থেকে সরাসরি চট্টগ্রামে চলে যাবে আফগানিস্তান দল। সেখানে তিনটি ওয়ানডে খেলে ঢাকায় দুই টি-টোয়েন্টি খেলবে দুই দল।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আর টি-টোয়েন্টি আয়োজিত হবে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

বাংলাদেশের কন্ডিশনে খুশি মুজিব

আবারও স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ

আবারও স্থগিত আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজ