রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
রিজওয়ানকে রোল মডেল মানেন শাহীন আফ্রিদী

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তার আদর্শের জন্য বিশ্বের অনেকের কাছেই অনুসরনীয়। এবার তাকে নিজের ‘রোল মডেল’ বলে উল্লেখ করলেন পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদী। এই কথা বলার পেছনেও জড়িয়ে আছে এক ঘটনা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নেমেছিল মুলতান সুলতানস। এই ম্যাচেই রিজওয়ানকে বল করতে আসেন শাহীন। শাহীনের করা একটি বল ড্রাইভ করেছিলেন রিজওয়ান।

ব্যাটে লেগে বলটি জমা হয় শাহীনের হাতেই। বল হাতে নিয়ে রিজওয়ানের দিকে ছুঁড়ে মারার ইঙ্গিত করেন লাহোরের অধিনায়ক। জবাবে শাহীনকে বুকে জড়িয়ে নেয়ার ইশারা দেন রিজওয়ান।

দু’জনের এই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন এই ভিডিও নিয়ে। তবে কি দ্বন্দ্ব লেগে গেলো দুজনের মধ্যে? এই প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং শাহীন নিজে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে শাহীন লিখেন, ‘এই মানুষটির প্রতি আমার অশেষ শ্রদ্ধা এবং প্রশংসা রয়েছে। সতীর্থ হোক কিংবা প্রতিপক্ষ, তার সাথে মাঠ ভাগাভাগি করা সবসময়ই আনন্দের।’

পাকিস্তানি তারকা আরও বলেন, ‘ সে সর্বদা খুব লড়াকু মনোভাবের তবুও এত নম্র এবং বন্ধুত্বপূর্ণ। তিনি সবার জন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি আসলেই সবার জন্য আদর্শ এবং অনুকরণীয়।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

শোয়েবকে আরও কয়েক বছর মাঠের খেলায় দেখতে চান সানিয়া মির্জা

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

শহিদ আফ্রিদির সাথে নেট সেশন করতে চান রশিদ খান

আরও শক্তিশালী হয়ে ফিরতে চান হাসনাইন

আরও শক্তিশালী হয়ে ফিরতে চান হাসনাইন

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট

পাকিস্তানের বোলিং কোচ শন টেইট