শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
শাহীন আফ্রিদির শেষ ওভারের 'বীরত্বের' প্রশংসা করলেন শহিদ আফ্রিদী

সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদীর সাথে এক জায়গায় মিল রয়েছে তরুণ পাকিস্তানি ফাস্ট বোলার শাহীন আফ্রিদির। দুজনের উদযাপনের ধরণই এক। এজন্যই কিনা শাহীনদের প্রতি খানিকটা দুর্বল আফ্রিদী। এবার শাহীনের বীরত্বের প্রশংসা করলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হয়েছিল শাহীনের লাহোর কালান্দার্স। এই ম্যাচে নিখাত ব্যাটার হয়ে গিয়েছিলেন শাহীন। শেষ ওভারের দারুণ এক থ্রিলারে ম্যাচ নিয়ে যান সুপার ওভারে।

যদিও সুপার ওভারে শোয়েব মালিকের পেশোয়ারের কাছে হেরেছে শাহীনের কালান্দার্স। তবে শেষ ওভারের ব্যাটিংয়ে সবার মন জয় করে নিয়েছেন কালান্দার্স অধিনায়ক। মেয়ে জামাতার এমন ব্যাটিংয়ে উচ্ছ্বাস প্রকাশ না করে থাকতে পারলেন না শহীদ আফ্রিদিও!

শাহীনের এমন ব্যাটিংয়ের পর নিজের অতীতে ফিরে গেলেন আফ্রিদি। নিজের সোনালী সময়ের ব্যাটিং উদযাপনের একটা ছবি শাহীনের ছবির সাথে পাশাপাশি বসান। এরপর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে আফ্রিদি লিখেন, 'শাহীন আফ্রিদি তুমি সুন্দর।'

ম্যাচে হারের দ্বারপ্রান্তেই চলে গিয়েছিল লাহোর কালান্দার্স। তবে উইকেটে এসে সব হিসাবনিকাশ পাল্টে দেন শাহীন। তার এই ইনিংসটি দেখে অনেকেই ফিরে গিয়েছিলেন তার শ্বশুর শহীদ আফ্রিদির অতীতের দারুণ সব ক্যামিও ইনিংসে।

সুপার ওভারে টেনে নেওয়া ম্যাচটিতে ২০ বলে অপরাজিত ৩৯ রান করেন শাহীন। তার ইনিংসটিতে ছিল ২টি চার ও ৪টি ছক্কার মার। বল হাতে ৪ ওভারে ৩৭ রান খরচায় ১ উইকেট নিয়েছিলেন কালান্দার্স অধিনায়ক।

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

মাঠেই সতীর্থ থাপ্পড় মেরে সমালোচনায় বিদ্ধ হারিস রউফ

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

‘হল অব ফেমে’ জায়গা পেয়ে ওয়াকার ইউনিসের প্রতি কৃতজ্ঞ ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

বাবরকে তিরস্কার, কারণ জানালেন ওয়াসিম আকরাম

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম

শহীদ আফ্রিদিকে শুভকামনা জানালেন ওয়াসিম আকরাম