তৃতীয় দিন শেষে করাচি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৪ মার্চ ২০২২
তৃতীয় দিন শেষে করাচি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

করাচি টেস্টের প্রথম দুইদিনে ব্যাট হাতে ছিল অজিদের দাপট। তৃতীয় দিনেও তারাই দাপট দেখিয়েছে তবে সেটা বল হাতে। ব্যাটিং এবং বোলিংয়ে দারুণ পারফর্মেন্সে করাচি টেস্টের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

করাচিতে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম দুইদিন ছিল অস্ট্রেলিয়ান বোলারদের দখলে। তৃতীয় দিনের শুরুটাও হয়েছিল অজি ব্যাটারদের হাত ধরেই। তবে স্কোরবোর্ডে ৫৫৬ রাব তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

অজিদের পাহাড়সম রানের পর ব্যাট হাতে শুরু থেকেই চাপ অনুভব করে পাকিস্তান। এটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। অজি বোলারদের সামনে দাঁড়াতে না পেরে মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় বাবর আজম বাহিনীর ইনিংস।

পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দিনে অধিনায়ক বাবর আজমের হাত ধরে আসে সর্বোচ্চ ৩৬ রান। এছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে করেন ওপেনার ইমাম উল হক এবং স্পিনার নওমান আলি। আর অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তিনটি এবং অভিষিক্ত লেগ স্পিনার মিচেল সোয়াপসন দুইটি উইকেট শিকার করেন।

৪০৮ রানে এগিয়ে থেকে পাকিস্তানকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেই পথে হাটেনি প্যাট কামিন্স বাহিনী। তৃতীয় দিনে পাকিস্তানকে অলআউট করে দিয়ে আবারও ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষ ১৭ ওভারে স্কোরবোর্ডে এক উইকেট হারিয়ে ৮১ রান তুলে ৪৮৯ রানে এগিয়ে আছে অজিরা। দিন শেষ উসমান খাজা ৩৫ এবং মার্নাস ল্যাবুশেন ৩৭ রানে অপরাজিত আছেন।

সিরিজের প্রথম টেস্টে রাওয়ালপিন্ডিতে দুই দলই গড়েছিল রানের পাহাড়। দ্বিতীয় টেস্টে একই ধরনের উইকেট পেয়েও ব্যর্থ পাকিস্তান। এই টেস্টে তাদের ঘুরে দাঁড়ানো একপ্রকার অসম্ভবই বলা যায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

‘খাজা পাকিস্তানের প্রয়োজন, খাজা পাকিস্তানের আছে’

১১তম কনকাশনের পরও মাঠে পুকোভস্কি

১১তম কনকাশনের পরও মাঠে পুকোভস্কি

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

পিচ নিয়ে পিসিবিকে ধুয়ে দিলেন আকিব জাভেদ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ

আইপিএলে কলকাতার ডেরায় অ্যারন ফিঞ্চ