দলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আফিফের ফিফটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২০ মার্চ ২০২২
দলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আফিফের ফিফটি

দলের টপ-অর্ডাদের ব্যর্থতায় আবারও ব্যাট হাতে হাল ধরলেন তরুণ টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। সাত নম্বরে ব্যাট করতে নেমে ৭৯ বলে ফিফটি পূর্ণ করেন আফিফ।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তবে অধিনায়কের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে একে একে সাজঘরে ফিরতে থাকেন টাইগার ব্যাটাররা।

দলীয় ৩৪ রানে টপ-অর্ডারের পাঁচ ব্যাটার ফিরে ব্যাট হাতে হাল ধরেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ। দুজনে মিলে ৬০ রানের জুটি গড়ে দলকে পথ দেখান। তবে ৪৪ বলে ব্যক্তিগত ২৫ রানে রিয়াদ ফিরে গেলেন ব্যাট হাতে রান তোলার যুদ্ধে টিকে থাকনে আফিফ।

মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশত রান। দলের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে বিপক্ষে প্রথম ম্যাচের জয়ের দুই নায়ক আফিফ-মিরাজে সচল রয়েছে বাংলাদেশ দলের রানের চাকা।

ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকানোর পথে ৭৭ বলে ৭টি চারের মার মারেন আফিফ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি ছিল আফিফের অপরাজিত ইনিংস। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছিলন তিনি। খেলেছিলেন অপরাজিত ৯৩ রানের ইনিংস।

এর আগে তামিম ইকবাল ১, লিটন দাস ১৫, সাকিব আল হাসান ০, মুশফিকুর রহিম ১১, ইয়াসির আলি রাব্বি ২ এবং মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রান করেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ‘হোয়াইটওয়াশ’ করলে ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ‘হোয়াইটওয়াশ’ করলে ষষ্ঠস্থানে উঠবে বাংলাদেশ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

বাংলাদেশের স্বপ্ন এখন এশিয়া কাপ, বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া: মিরাজ

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি

দেশের হয়ে খেলা এবং পারফর্ম করা সত্যিই দুর্দান্ত বিষয়: ইয়াসির রাব্বি