স্যোশাল মিডিয়া সব সময় ভয়ঙ্কর: মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫২ পিএম, ২৭ মার্চ ২০২২
স্যোশাল মিডিয়া সব সময় ভয়ঙ্কর: মাশরাফি

মানুষের আচার-আচরণে দারুণভাবে প্রভাব ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যম। যা সাবধানতার সাথে না ব্যবহার করলে জীবনে বড় ধরনের ক্ষতি হতে পারে। সেটি হোক জীবনের ভালো কিংবা খারাপ সময়। বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে সফল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মতে, স্যোশাল মিডিয়া সব সময় ভয়ঙ্কর। যদি না আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন।

মাশরাফি বলেন, ‍“স্যোশাল মিডিয়া সব সময় ভয়ঙ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যম সব সময় ভয়ঙ্কর যে কোনো মানুষের জন্যই, আর খেলোয়াড়দের জন্য তো অবশ্যই। যদি না সে সেইভাবে ম্যানেজ করতে না পারে।”

একজন ক্রিকেটার খারাপ খেললে তাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় নানা রকম লিখা হয়ে থাকে। যা আসলে সংশ্লিষ্টজনের কিছুই করার থাকে না। তবে এসব থেকে দূরে থাকলে হলে তাকে অবশ্যই স্যোশাল মিডিয়াকে এড়িয়ে চলতে হবে জানান মাশারাফি।

তিনি বলেন, ‍“সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই রকমের আসে (মন্তব্য)। আপনি ভালো করলে এক রকমের পাবেন, আবার খারাপ করলে আরেক রকমের আলোচনা-সমালোচনা পাবেন। আবার মাঝামাঝি পারফর্ম করলেও আরেক রকম সমালোচনা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম, আমি মনে করি না ভুল জিনিস কেউ করছে, এখন কাকে কীভাবে প্রভাবিত করে সেটা তাকে বুঝতে হবে।”

মাশরাফি আরও বলেন, “সে যদি সবকিছু সামলে নিতে পারে তাহলে ওকে, ফাইন। আর সে যদি না পারে, তাকে বুঝতে হবে এটা এখনই স্টপ করা উচিৎ বা আমার লিমিটেশনে থাকা উচিৎ।”

দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত খেলেছেন টাইগার পেসার তাসকিন আহমদে। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে এবং সিরিজ সেরা হয়েছেন তিনি। শেষ ম্যাচে বল হাতে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় বারের মতো ৫ উইকেট নিয়ে সিরিজ জয়ের ভূমিকা রেখেছেন তিনি। তাসকিনের এমন পারফম্যান্সে ভক্তকূলে বইছে আনন্দের হাওয়া। তবে তাসকিনকে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন মাশরাফি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‍“আমি মনে করি ওর (তাসকিন) এখন আসল সময় যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত বিষয় হলো ও এখন নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। কারণ, ও আসলে (দেশে) কিন্তু অন্যরকম পরিবেশ তৈরি হবে। মিডিয়া তার পেছনে থাকবে, মানুষজন তার পেছনে থাকবে -এগুলো নিয়ন্ত্রণ করা এবং ও এখন যেটা করছে- মাটিতে পা রেখে, সেই সঠিক জিনিস করে যাওয়া এবং তা বার বার করা।”

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

স্বাধীনতা কাপে সাবেকদের মিলন মেলা, সবুজ দলের বড় জয়

স্বাধীনতা কাপে সাবেকদের মিলন মেলা, সবুজ দলের বড় জয়

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশকে বিশ্বকাপ জেতার সাহস দিয়েছেন রাসেল ডোমিঙ্গো

বাংলাদেশের বিপক্ষে হেরে দলের ‘একহাত নিলেন’ মার্ক বাউচার

বাংলাদেশের বিপক্ষে হেরে দলের ‘একহাত নিলেন’ মার্ক বাউচার

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি

নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়: তাসকিন ইস্যুতে মাশরাফি