আইপিএলে মুম্বাই ক্রান্তিকাল পার করছে : বুমরাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৬ পিএম, ১২ এপ্রিল ২০২২
আইপিএলে মুম্বাই ক্রান্তিকাল পার করছে : বুমরাহ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলের এই করুণ অবস্থায় চারদিকে চলছে নানা ধরনের সমালোচনা। তবে এই সমালোচনাকে কানে না তুলে দলটির সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ জানালেন, মুম্বাই ক্রান্তিকাল পার করছে।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে দলগুলো নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিয়েছে। এ কারণেই নতুন করে দল তৈরি করতে হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে। এই কারণেই আইপিএলে মুম্বাইয়ে একটি ক্রান্তিকাল পার করছে বলে মনে করেন জাসপ্রিত বুমরাহ।

তিনি বলেন, ‘আগে যা হয়েছে ইতিহাস। এখন সামনের দিকে তাকাতে হবে। নতুন একটি দল, নতুন সব ক্রিকেটার। আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছি না। আমরা এই সমস্যা সমাধানে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘দলের জন্য এটা একটা ক্রান্তিকাল। সব ক্রিকেটাররাই এটা বুঝতেছে। সব দলই এই রকম সময়ের মধ্য দিয়ে যায়। আমরা নতুন একটা দল পেয়েছি।’

সব দলই এই এই রকম ক্রান্তিকালের মধ্য দিয়ে যায়। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তিত নন বুমরাহ। বরং দল গুছিয়ে উঠলে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি।

বলেন, ‘সবাই আইপিএলের ফরম্যাট বুঝতেছে। আর এরপরেই আমরা সফল হবো। আমরা সামনে দিকে তাকাচ্ছি। দলে যারা আছে সবাই মান-সম্পন্ন ক্রিকেটার। সবার মধ্যেই ভালো করার সামর্থ্য আছে।’

আইপিএলের ১৫তম আসরে শিশিরের কারণে ম্যাচ ভাগ্য নির্ধারিত হচ্ছে টসের সময়ই। এই সুবিধা নিয়েও কোনো ম্যাচ জিততে পারেনি মুম্বাই। এই টস ভাগ্য নিজেদের করে নিয়ে ম্যাচ জয়ের ব্যাপারেও আশাবাদী বুমরাহ।

এই বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ভাবছি। যখনই সুযোগ পাবো, কাজে লাগানোর চেষ্টা করবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর  


শেয়ার করুন :