আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কাইরন পোলার্ড

ক্যারিবীয় কিংবদন্তি কাইরন পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় এমন তথ্য জানান তিনি। এর ফলে দেশের জার্সি গায়ে আরও ক্রিকেটে দেখা যাবে না তাকে।

কাইরন পোলার্ড অবসর ঘোষণার আগপর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সীমিত ওভারের দুই ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

বিশ্বকাপে ভরাডুবির পর নিজের নেতৃত্ব নিয়ে নতুন করে ভাবছেন পোলার্ড। এরপর অবসরের নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবসর ঘোষণাতেও সেটি উল্লেখ করেছেন এই ক্যারিবীয় কিংবদন্তি।

বিদায় ঘোষণায় পোলার্ড বলেন, ‘অনেক ভেবেচিন্তে আমি আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ১০ বছরের বালক ছিলাম যখন, তখন থেকে অন্য সবার মতো আমারও স্বপ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করার। ১৫ বছরের বেশি সময় আমি ওয়েস্ট ইন্ডিজকে প্রতিনিধিত্ব করেছি, আমি এ নিয়ে গর্বিত।’

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিল বর্তমানে ৩৪ বছর বয়সী এই ক্যারিবিয় তারকার। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২৩টি ওয়ানডে ও ১০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পোলার্ড।

ওয়ানডে ফরম্যাচে ব্যাট হাতে ২ হাজার ৭০৬ রান ও বল হাতে ৫৫ উইকেট শিকার করেছেন। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে ১৫৬৯ রান ও বল হাতে ৪২ উইকেট শিকার করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও কাইরন পোলার্ড বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন। বর্তমানে ভারতে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের

১৪ বছর পর ছয় বলে ছয় ছক্কা, নজির পোলার্ডের

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

দোষ অস্বীকার করে শুনানিতে ধরা খেলেন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট  দলে নতুন মুখ অ্যান্ডারসন ফিলিপ

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট  দলে নতুন মুখ অ্যান্ডারসন ফিলিপ