রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৬ এএম, ১৩ অক্টোবর ২০২১
রশিদের চোখে সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিশন শেষ করে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন রশিদ খান। বিশ্বকাপের আগে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের সেরা পাঁচ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচন করেছেন তিনি।

আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে চমক দিয়েছেন রশিদ খান। ক্রিস গেইল-আন্দ্রে রাসেল-ম্যাক্সওয়েলদেরকে তিনি সময়ের কাতারে রাখেননি। তার পছন্দের তালিকায় নেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান ডেভিড মালান এবং তাবারাইজ শামসি।

রশিদ খানের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এছাড়াও আছেন প্রোটিয়া ব্যাটার এবি ডি ভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২. ৬৩ গড়ে বোলিং করলেও নিজেকে এ তালিকায় রাখেননি রশিদ খান। এছাড়াও তার সেরা পাঁচ জায়গা পাননি বাংলাদেশি কেউ।

পান্ডিয়া-পোলার্ডদের নিয়ে মত বিরোধ না থাকলেও কেন উইলিয়ামসনকে রাখা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্দান্ত অধিনায়কত্বের জন্যই উইলিয়ামসন জায়গা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও দুর্দান্ত পারফর্ম করছেন এবি ডি ভিলিয়ার্স। ভিলিয়ার্সের চোখজুড়ানো পারফর্মেন্সের কারণে সেরা পাঁচে রাখতে বাধ্য বলে জানান রশিদ খান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিমান সরিয়ে ক্রিকেটে ফিরতে চান ম্যাথিউস

অভিমান সরিয়ে ক্রিকেটে ফিরতে চান ম্যাথিউস

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

বিশ্বকাপে অন্তত ১ কোটি টাকা পাওয়ার সুযোগ বাংলাদেশের

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

আইপিএল শেষে বিশ্বকাপ দলে যোগ দেবেন সাকিব

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কায় ভারত

স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে হার্দিক পান্ডিয়াকে নিয়ে শঙ্কায় ভারত