ইনজুরিতে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন ইবাদত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২১ এপ্রিল ২০২২
ইনজুরিতে প্রিমিয়ার লিগ থেকে ছিটকে গেলেন ইবাদত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএলে) এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ইবাদত হোসেন। আর এই ম্যাচেই আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন এই পেসার। এই কারণে প্রিমিয়ার লিগে বাকি থাকা তিন ম্যাচে তাকে মাঠে দেখা যাবে না।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামেন ইবাদত হোসেন। এই ম্যাচের ৪৯তম ওভারে নিজের ৮ম ওভার করতে এসেছিলেন ইবাদত। সেই সময়ই তার ডান হাতের দুই আঙ্গুলের মাঝে ফেটে যায়।

এরপরেই তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই চলছে তার চিকিৎসা।

এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি বলেন, “ইবাদতে ডান হাতে দুই আঙুলের মাঝখানে ফেটে গেছে। এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তার দেখ্র পর জানা যাবে কতটা সেলাই লাগবে। এর উপরই নির্ভর করছে কবে মাঠে ফিরতে পারবে।”

শ্রীলঙ্কা সিরিজের আগে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দুই প্রধান ভরসা শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার ঘরের মাঠে সিরিজে তাদের না থাকার সম্ভাবনাই বেশি।

তবে ইবাদতের ইনজুরি শ্রীলঙ্কা সিরিজের প্রভাব ফেলবে না বলে মনে করেন দেবাশীষ চৌধুরি। তিনি বলেন, “আপাতত এক সপ্তাহ সময় লাগতে পারে। শ্রীলঙ্কা সিরিজে সমস্যা হওয়ার কথা না।”

চলতি বছরের ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। ঢাকা আসার দুই দিন পর ১০ এবং ১১ মে বিকেএসপিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। এই ম্যাচ খেলে চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা দল।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম। আর দ্বিতীয় টেস্ট ২৩ মে, ঢাকা মিরপুর শেরে বাংলাদেশ জাতীয় ক্রিকেটে স্টেডিয়াম। দুই ম্যাচের টেস্ট সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

ডিপিএলে এক মৌসুমে রানের রেকর্ড গড়লেন বিজয়

ডিপিএলে এক মৌসুমে রানের রেকর্ড গড়লেন বিজয়

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

ক্যারিয়ার দীর্ঘায়িত করতে ফরম্যাট বাছাই করা দরকার: মোস্তাফিজ

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

ক্রিকেটে মনোযোগ দিতে চাই, সামনে সবগুলো ম্যাচ খেলবো: সাকিব

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব

শ্রীলঙ্কা সিরিজের প্রস্ততি নিতেই ডিপিএল খেলবেন সাকিব