সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২১ এপ্রিল ২০২২
সোহানের ঝড়ো সেঞ্চুরিতে শেখ জামালের অবিশ্বাস্য জয়

ষষ্ঠ উইকেটে ১৩৪ রানের জুটি গড়েন সোহান এবং মিরাজ, ছবি: স্পোর্টসমেইল২৪

নুরুল হাসান সোহানের সেঞ্চুরি খচিত নান্দনিক ইনিংসে অবিশ্বাস্য এক জয় পেয়েছে শেষ জামাল ধানমন্ডি ক্লাব। ১১৮ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেছেন তিনি। উইকেটরক্ষক সোহানের এমন ইনিংসে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে জয় তুলে নেয় শেখ জামাল। এ জয়ে শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেল তারা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে শেখ জামাল। বিপরীতে ব্যাট হাতে নেমে ৪৪ রানের সূচনার পর ৩ বলের ব্যবধানে একই স্কোরে ২ উইকেট হারায় দলটি।

এরপর মিডল-অর্ডার ব্যাটাররা বড় ইনিংসে ব্যর্থ হলেও ওপেনার জাকির হাসান ও সাদ নাসিম জোড়া হাফ-সেঞ্চুরি পান। এছাড়া জাকির ৭৫ রানে ফিরলেও নাসিম ৫০ রানে অপরাজিত থাকেন। এতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান সংগ্রহ পায় রূপগঞ্জ টাইগার্স।

জবাবে ব্যাট করতে নেমে বিপদে পড়ে শেখ জামাল। ৩৩ রানে ৩ উইকেট হারায় তারা। আর ৮১ রানে পঞ্চম উইকেট পতন হয় তাদের। এরপর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন নুরুল ও মেহেদি হাসান মিরাজ। ম্যাচের পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে উইকেটে টিকে থাকার লড়াই করেন নুরুল ও মিরাজ। উইকেটে সেট হয়ে তারা রানের চাকা ঘুড়ালে ম্যাচে ফিরে শেখ জামাল।

ষষ্ঠ উইকেটে ১৫৪ বলে ১৩৪ রানের জুটি গড়ে শেখ জামালকে খেলায় ফেরান নুরুল-মিরাজ। মিরাজ ৪৩ রানে থামলেও নুুুরুল লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন।

মিরাজ যখন ফিরেন তখন জয় থেকে ৩৩ রানে দূরে ছিল শেখ জামাল। জিয়াউর রহমানকে নিয়ে ১ ওভার বাকি থাকতে জয় নিশ্চিত করেন নুরুল। ১১৮ বল খেলে ১০টি চার ও ৫টি ছক্কা মারেন নুরুল। ম্যাচ সেরাও হন তিনি।

এ জয়ে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার পথে এক ধাপ এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের সাফল্যের দিনে ব্যর্থ তামিম

সাকিবের সাফল্যের দিনে ব্যর্থ তামিম

ডিপিএলে এক মৌসুমে রানের রেকর্ড গড়লেন বিজয়

ডিপিএলে এক মৌসুমে রানের রেকর্ড গড়লেন বিজয়

লিস্ট ‘এ’-তে সাব্বিরের ক্যারিয়ার সেরা ইনিংস

লিস্ট ‘এ’-তে সাব্বিরের ক্যারিয়ার সেরা ইনিংস

ডিপিএলে এবার ‌‘উত্তাপ’ ছড়ালেন মোসাদ্দেক-শরফুদ্দৌলা

ডিপিএলে এবার ‌‘উত্তাপ’ ছড়ালেন মোসাদ্দেক-শরফুদ্দৌলা