ভেন্যু পাল্টে ক্ষতিতে শ্রীলঙ্কা, খেললো মাত্র ৫১ বল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১০ মে ২০২২
ভেন্যু পাল্টে ক্ষতিতে শ্রীলঙ্কা, খেললো মাত্র ৫১ বল

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল সফররত শ্রীলঙ্কা ক্রিকেট দলের। সূচি মোতাবেক সাভারের বিকেএসপিতের প্রথম দিনের প্রস্তুতি ম্যাচ শুরু হলেও বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। ঘূর্ণিঝড় অশনি’র প্রভাবে খেলা হয়েছে মাত্র ৫১ বল। যদিও প্রাথমিক সূচিতে শ্রীলঙ্কার প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল চট্টগ্রামে।

মঙ্গলবার (১০ মে) সাভারে বিকেএসপিতে অনুষ্ঠিতব্য ম্যাচে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ব্যাট হাতে নেমে শুরু থেকেই সতর্ক ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার আসিথা ফার্নান্দো ও অধিনায়ক দিমুথ করুনারত্নে। ফলে কোনো প্রকার বিপদ ছাড়াই প্রথম ৫ ওভার শেষ করেন তারা।

ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম সাফল্য পায় বিসিবি একাদশ। ওভারের শেষ বলে ডান-হাতি পেসার মুকিদুল ইসলামের বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন করুনারত্নে। ব্যাট হাতে ১৮ বলে ২ রান করেন প্রস্তুতি সারেন লঙ্কান অধিনায়ক।

দলীয় ৬ রানে অধিনায়ক বিদায়ের পর ক্রিজে ফার্নান্দোর সঙ্গী হন কুশল মেন্ডিস। মেন্ডিসের ব্যাট থেকে ইনিংসের প্রথম বাউন্ডারি আসে। তবে নবম ওভারের তৃতীয় ডেলিভারির পর বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টির না থাকলে আর খেলা সম্ভব হয়নি।
sportsmail24
ফলে প্রথম দিন ৮ দশমিক ৩ ওভারে (৫১ বল) ১ উইকেটে ১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। ফার্নান্দো ৭ ও মেন্ডিস ৫ রানে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, বিসিবি একাদশের আবু জায়েদ ৪ ওভারে ৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন, আর ৪ ওভারে ৬ রানে ১টি উইকেট তুলে নেন মুকিদুল।

প্রথম দিন খেলতে না পারা শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষ দিনেও না খেলতে পারার শঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে। যা কি-না বাংলাদেশ-শ্রীলঙ্কার মূল লড়াইয়েও হানা দিতে পারে।
sportsmail24
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। ফলে প্রাথমিক সূচি অনুযায়ী চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শ্রীলঙ্কার প্রস্তুতির জন্য রাখা হয়েছিল। তবে দেশটির ক্রিকেট বোর্ডের অনুরোধে সাভারের বিকেএসপিতে সরিয়ে নেওয়া হয়। যদিও প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি।

১৫ মে (রোববার) থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ মে (সোমবার) থেকে ঢাকায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনা পজিটিভ সাকিব, খেলতে পারবে না চট্টগ্রাম টেস্ট

করোনা পজিটিভ সাকিব, খেলতে পারবে না চট্টগ্রাম টেস্ট

বাংলাদেশ সফরে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় শ্রীলঙ্কা

বাংলাদেশ সফরে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চায় শ্রীলঙ্কা

মোস্তাফিজ ইস্যুতে ‘জল ঢেলে’ দিলেন নাজমুল হাসান পাপন

মোস্তাফিজ ইস্যুতে ‘জল ঢেলে’ দিলেন নাজমুল হাসান পাপন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একাদশে রাহি-বিজয়

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের একাদশে রাহি-বিজয়