আফগানিস্তানে ক্রিকেট স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ : নিহত ৮

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৯ মে ২০১৮
আফগানিস্তানে ক্রিকেট স্টেডিয়ামে বোমা বিস্ফোরণ : নিহত ৮

ছবি : আল জাজিরা

পাকিস্তানে ক্রিকেটারদের বহনকারী বাসকে লক্ষ্য করে গুলির ঘটনার পর এবার আফগানিস্তানে এক স্টেডিয়ামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো। দেশটির উত্তরাঞ্চলীয় শহর জালালাবাদের রাজধানী নানগরহারে অনুষ্ঠিত একটি ক্রিকেট ম্যাচে সিরিজ বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন।

রমজান মাস শুরু হবার পরে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এটাই প্রথম সন্ত্রাসী হামলার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় স্টেডিয়ামে আগত দর্শকদের মাঝে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। ঘরোয়া ‘রমজান কাপ’ টুর্নামেন্টে ম্যাচটি চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকার এ ঘনটা নিশ্চিত করে জানিয়েছে, হতাহতের এ ঘটনায় এখনো কোন গোষ্ঠী বা সংঘটন জড়িত থাকার কথা স্বীকার করেনি। এর আগে গত বছর সেপ্টেম্বরে কাবুলে একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে আত্মঘাতি বোমা হামলায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছিল। আফগান রাষ্ট্রপতি আশরাফ ঘানি এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে প্রায়শই এ ধরনের সন্ত্রাসী হামলার ঘটনায় ঘরোয়া ক্রিকেট ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশেষ করে নিজেদের হোম ভেন্যু হিসেবে তাদের বেছে নিতে হচ্ছে নিরপেক্ষ কোন দেশকে। তারপরেও দিনে দিনে ক্রিকেটে নিজেদের উন্নতির ধারবাহিকতায় আফগানিস্তানের গত বছর টেস্ট স্ট্যাটাস লাভ করে। শিগগিরই তারা ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে মাঠে নামবে। সূত্র : এএফপি, আল জাজিরা


শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্টে টস নিয়ে আইসিসির এমন চিন্তা কেন?

টেস্টে টস নিয়ে আইসিসির এমন চিন্তা কেন?

এবার খেলবেন বলে আফ্রিদির টুইট

এবার খেলবেন বলে আফ্রিদির টুইট

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’