এবার খেলবেন বলে আফ্রিদির টুইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ১৯ মে ২০১৮
এবার খেলবেন বলে আফ্রিদির টুইট

হাঁটুর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচে বিশ্ব একাদশের হয়ে না খেলার কথা জানিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই মত পরিবর্তন করলেন আফ্রিদি। ইনজুরি থাকলেও সর্তকতার সাথে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বলে জানিয়েছেন।

নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি বলেন, ‘বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমি খেলব। আমি মুসলমান এবং ক্রিকেটার হিসেবে এ ধরনের ম্যাচকে সমর্থন করি। চিকিৎসকের দেয়া পুনর্বাসনের পরিকল্পনা মেনে চললে আমি শতভাগ সুস্থ থাকব। আমার শক্তি অনুযায়ী সৃষ্টিকর্তা আমাকে পরামর্শ দিয়েছেন। তাই ৩১ মে হোম অব ক্রিকেটে আমি খেলব।’

হাঁটুতে সমস্যা থাকায় গতকাল (শুক্রবার) দুবাইয়ে চিকিৎসকের শরণাপন্ন হন আফ্রিদি। চিকিৎসক তাকে জানান, পুরোপুরি সুস্থ হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। পরে নিজ টুইটার অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছিলেন আফ্রিদি।

টুইটারে আফ্রিদি বলেছিলেন, ‘দুবাইতে ডাক্তার দেখালাম। আমার হাঁটু পুরোপুরি ভালো অবস্থায় নেই। খেলার জন্য পুরোপুরি সেরে ওঠতে আরও ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে পুরো ফিটনেস ফিরে পাব। আমার জন্য দোয়া করবেন।’

তার সেই টুইট অনুযায়ী ‘সাকিবের পর সরে গেলেন আফ্রিদিও’ শিরোনামে স্পোর্টসমেইল২৪.কমে সংবাদ প্রচার করা হয়। তবে বিশ্ব একাদশের হয়ে না খেলার কথা জানানোর ২৪ ঘণ্টা আগেই আবারও টুইট করেন আফ্রিদি। সেখানে চ্যারিটি ম্যাচে খেলার জন্য নিজের মত পরিবর্তন করেন।

এদিকে ব্যক্তিগত কারণে বিশ্ব একাদশের দল থেকে বেশ আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে বিশ্ব একাদশে সুযোগ পেয়েছেন নেপালের স্পিনার সন্দীপ লামিচান।

গত বছরের সেপ্টেম্বরে হারিকেন ইরমা ও মারিয়ার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দু’টি ক্রিকেট স্টেডিয়াম। ধ্বংসস্তুপে পরিণত হওয়া স্টেডিয়াম দু’টি সংস্কারের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে বিশ্ব একাদশের একটি চ্যারিটি ম্যাচের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি, মেরিলবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী ৩১ মে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ রয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের পর সরে গেলেন আফ্রিদিও

সাকিবের পর সরে গেলেন আফ্রিদিও

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

বিশ্ব একাদশে নেই সাকিব, খেলবেন নেপালের লামিচান

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

ক্রিকেট বিশ্বে ভারত ‘স্বার্থপর’

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল

বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রস্তাবিত সিরিজ বাতিল