দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারুণ্য নির্ভর ভারতীয় দল, দুই নতুন মুখ 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২২ মে ২০২২
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারুণ্য নির্ভর ভারতীয় দল, দুই নতুন মুখ 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শেষেই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই সিরিজের সময়ে মূলদল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতিতে থাকবে ইংলিশদের ডেরায়। টেস্ট প্রস্তুতির কারণে মূল খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দিবে ভারত দল। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে নতুন মুখ দুইজন।

চলতি বছরের ৯ জুন থেকে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের ডাক পেয়েছেন আইপিএলে ভালো করা ক্রিকেটারদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল।

ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পেলেন কাশ্মিরী পেসার উমরান মালিক। এছাড়াও আছেন তরুণ পেসার আর্শদ্বীপ সিং। দ্বিতীয় কাশ্মিরী ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন উমরান মালিক। এর আগে জাতীয় দলে খেলেছেন স্পিন বোলিং অলরাউন্ডার পারভেজ রসুল।

দক্ষিণ আফ্রিকা সিরিজে দীর্ঘদিন পর আবারো জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবেন দীনেশ কার্তিক। আইপিএলে দারুণ ছন্দে থাকা ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন। একাদশে জায়গা পেতে তাকে লড়তে হবে তরুণ উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের সাথে। দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবিচন্দন অশ্বিনের মতো তারকা ক্রিকেটাররা। তাদের বদলি হিসেবে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে ভারতীয় নির্বাচক প্যানেল।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশাণ,রবি বিষ্ণুই এবং আবেশ খানের মতো তরুণ ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা সফরের এই স্কোয়াড নিয়েই আয়ারল্যান্ড সফরের সম্ভাবনা রয়েছে ভারতীয় দলের।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্যও স্কোয়াড ঘোষণা করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খারাপ ফর্মের কারণে বাদ পড়েছিলেন তিন সিনিয়র চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে এবং ঋদ্ধিমান সাহা। ইনজুরির কারণে অজিঙ্কা রাহানে ফিরবেন না বিষয়টি আগেই নিশ্চিত ছিল। আইপিএলে পারফর্ম করেও ফিরতে পারেননি ঋদ্ধিমান সাহা। আর কাউন্টি ক্রিকেটে নতুন করে নিজের জাত চিনিয়ে এক সিরিজ বিরতি দিয়েই দলে ফিরেছেন পূজারা।

পূজারার সাথে দলে ফিরেছেন শুভমান গিল এবং পেসার উমেশ যাদব। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ পারফর্ম করার পুরষ্কার স্বরুপ টেস্ট দলে ডাক পেয়েছেন তিনি। এছাড়াও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন কেএস ভরত।

ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ঈশান কিশান, দীপক হুদা, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্থ (সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আইয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আবেশ খান, আর্শদ্বীপ সিং, উমরান মালিক।

ভারতীয় টেস্ট স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারী, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্থ, কেএস ভরত, ররীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাজ, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, প্রসিধ কৃষ্ণ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই: কোহলি

খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

খোঁচার জবাবে শেবাগকে প্রশংসায় ভাসালেন শোয়েব

ক্রিকেট গ্যালারিতে শতভাগ দর্শক ফেরাচ্ছে ভারত

ক্রিকেট গ্যালারিতে শতভাগ দর্শক ফেরাচ্ছে ভারত

গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি

গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি