ওয়েস্ট ইন্ডিজ গেলেন ছয়জন, আলাদা বিমানে মমিনুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪১ এএম, ০৪ জুন ২০২২
ওয়েস্ট ইন্ডিজ গেলেন ছয়জন, আলাদা বিমানে মমিনুল

ফাইল ফটো

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে এবার বাংলাদেশের দৃষ্টি ওয়েস্ট ইন্ডিজ। পূর্ণাঙ্গ সিরিজ খেললেও সবার আগে দেশ ছাড়ছে টেস্ট দল, সেটাও কয়েক ভাগে। এর মাঝে প্রথম ভাগে দেশ ছাড়লেন ছয়জন। তবে তাদের মধ্যে সদ্য নেতৃত্ব ছেড়ে দেওয়া মমিনুল হক গেলেন আলদা বিমানে।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দেশ ছেড়েছেন টেস্ট দলের মোট ছয়জন ক্রিকেটার। তাদের মধ্যে নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা এবং মাহমুদুল হাসান জয় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের ফ্লাইটে উড়াল দিয়েছেন। তবে রাত ১০টা ৪০ মিনিটের ফ্লাইটে উড়াল দেন মুমিনুল হক।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গতিময় ও বাউন্সি উইকেটে ভীষণভাবে খাবি খেয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। এবারের সঙ্গী মাহমুদুল হাসান জয় তখন অনূর্ধ্ব-১৯ দলে খেলেন। এবারই তিনি জাতীয় দলের সাথে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেন।

যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন তিনি। সাংবাতিকদের জয় বলেন, “আমি আসলে একটু রোমাঞ্চিত। কারণ, এটা আমার প্রথম সফর (ওয়েস্ট ইন্ডিজে)। জাতীয় দলের হয়ে প্রথম যাচ্ছি। অনেক দিন আগে যাচ্ছি আমরা, চেষ্টা করবো আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে ভালো কিছু করার।”

প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলেও জাতীয় দলের উপর যে দেশের মানুষের প্রত্যাশা কতটুকু তা তিনি ভালো করেই জানেন। বলেন, “সবারই প্রত্যাশা থাকে আমাদের (জাতীয় ক্রিকেট দল) ওপর, যেন আমরা ভালো করি। আমাদের চেষ্টা থাকবে সিরিজ ড্র করার বা জেতার।”

সিরিজকে সামনে রেখে দল ঘোষণার সময়ও অধিনায়ক ছিলেন মমিনুল হক। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে পাল্টে গেছে অনেক কিছু বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্বে এখন সাকিব আল হাসান। জয় বলেন, “সাকিব ভাই সবার সঙ্গে অনেক ফ্রি। আমরা চেষ্টা করবো ভালো কিছু করার।”

তিনি আরও বলেন, “আমরা অনেক দিন আগে যাচ্ছি। প্রথম টেস্ট ১৬ তারিখ থেকে। ওখানে গিয়ে আমরা সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ করে উন্নতি করার চেষ্টা করবো।”

প্রথম দফায় ছয়জন গেলেও দলের বাকি সদস্যা যাবেন আরও তিন ধাপে। রোব, সোম ও বুধবার ওয়েস্ট ইন্ডিজের পথে ঢাকা ছাড়বেন দলের অন্য সদস্যরা। এর আগেও মিরপুরে অনুশীলনও করবেন অনেকে।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৬ জুন, অ্যান্টিগায়। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। টেস্ট সিরিজ চলাকালে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটাররাও ওয়েস্ট উন্ডিজের উদ্দেশে দেশ ছাড়বেন।

স্পোর্টসমেইল২৪/আরএস


শেয়ার করুন :


আরও পড়ুন

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

দলের অবস্থা অনুযায়ী সাকিব ভাই বেস্ট: মিরাজ

খরচ কমানোর নীতিতে বিসিবি

খরচ কমানোর নীতিতে বিসিবি

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন

তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়ক সাকিব, সহকারী লিটন

মেয়াদ বাড়লো নির্বাচক প্যানেলের, যুক্ত হচ্ছেন আরও দু’জন

মেয়াদ বাড়লো নির্বাচক প্যানেলের, যুক্ত হচ্ছেন আরও দু’জন