এমপি নির্বাচন করবেন মাশরাফি, সম্ভাবনায় সাকিবও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ২৯ মে ২০১৮
এমপি নির্বাচন করবেন মাশরাফি, সম্ভাবনায় সাকিবও

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় ও সবার প্রিয় নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা আগামী জাতীয় সংসদ নির্বাচন করবেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমন ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শেষে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়েও সংসদ নির্বাচনের ইঙ্গিত দেন তিনি।

মুস্তফা কামাল বলেন, ‘নড়াইল থেকে নির্বাচন করবে মাশরাফি। সে ভালো মানুষ। তাকে ভোট দিয়েন। তবে কোন দল থেকে নির্বাচন করবেন সেটি বলব না। আগামী নির্বাচনে সবাই তাকে সহায়তা করবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যদি বিএনপি থেকেও সে দাঁড়ায় তারপরও তাকে সহায়তা করবেন। মাশরাফি বিপিএলে আমার দলের (বিপিএলে) ক্যাপ্টেন ছিল। সবকিছুতে ওর নিজের একটা মতামত থাকে এবং ও সেটা থেকে বের হয় না, নিজের মধ্যেই থাকে। এটা ভালো গুণ।’

তিনি আরও বলেন, ‘মাশরাফি প্রথমবার আমাকে চ্যাম্পিয়ন করল, পরেরবার একেবারে শেষের দিক থেকে প্রথম। তবে যাই হোক, ওটা ওর দোষ ছিল না। হি ওয়াজ মিস গাইডেড।’

কোন দল থেকে এবং কোন আসন থেকে মাশরাফি নির্বাচন করবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমি সব জানি। কিন্তু এখন বলব না। রোজার দিন, তাই মিথ্যা বলতে পারব না। এ বিষয়ে এখন আর কিছুই বলব না। আমার ভোট ব্যাংক হলো যারা ক্রিকেট পছন্দ করেন। আমি যখন নির্বাচন করি তখন আমার বয়স ৪৮ বছর। তখন আকরাম খানসহ সবাই আমার নির্বাচনী এলাকায় গিয়েছেন। আমি ক্রিকেটের শীর্ষ পদে ছিলাম, আবার পদত্যাগও করেছি। আমি পদত্যাগ না করলে ক্রিকেট শেষ হয়ে যেত।’

সাকিককে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাকিবেরও বয়স হয়েছে। সেও নির্বাচন করতে পারে। সে করলে আপনারা দু’জনকেই সহায়তা করবেন।’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকা নড়াইলে ইতোমধ্যে জনকল্যাণমূলক কাজেও নিজেকে জড়িয়েছেন। গড়ে তেলেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। যার উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।

নড়াইল সদরে বর্তমানে সংসদ সদস্য হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এস কে আবু বাকের। এদিকে পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া এখনো জানাননি মাশরাফি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইনজুরিতে মোস্তাফিজ, তাকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল

ইনজুরিতে মোস্তাফিজ, তাকে ছাড়াই ভারত গেল বাংলাদেশ দল

আফগান সিরিজেও সাকিব-তামিমদের প্রধান কোচ ওয়ালাশ

আফগান সিরিজেও সাকিব-তামিমদের প্রধান কোচ ওয়ালাশ

সিরিজ জয়ই প্রধান লক্ষ্য : মাহমুদুল্লাহ

সিরিজ জয়ই প্রধান লক্ষ্য : মাহমুদুল্লাহ

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ টাইগার, বাড়েনি বেতন

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ৬ টাইগার, বাড়েনি বেতন