আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১০ জুন ২০২২
আর্থিক সংকটাপন্ন শ্রীলঙ্কার পাশে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

আর্থিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। এমন সময়ই অস্ট্রেলিয়া দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দ্বীপ দেশটিতে অবস্থান করছে। হয়তো পরিস্থিতি নিজেদের চোখে দেখে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে জেগে উঠেছে মানবতা। অজি ক্রিকেটাররা এবার জাতিসংঘের সাথে যুক্ত হয়ে শ্রীলঙ্কার মানুষদের সাহায্য করবেন।

সর্বশেষ কয়েকমাস ধরেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় চলছে দূর্বিষহ অবস্থা। লোডশেডিং, জ্বালানির অভাবের পাশাপাশি বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এমন অবস্থায় দেশটির জনগন আন্দোলনেও নেমেছে।

এই সময় শ্রীলঙ্কার জনগণকে সাহায্য করতে জাতিসংঘের সাথে যুক্ত হয়ে হিউম্যানিটিরিয়ান নিডস অ্যান্ড প্রায়োরিটিস (এইচএনপি) নামক একটি প্রতিষ্ঠান চালুর ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কার সাধারণ জনগণের জৈবিক চাহিদা পূরণ করবে। এর জন্য প্রতিষ্ঠানটির খরচ হতে পারে প্রায় ৪৭ দশমিক ৫ মিলিয়ন ডলার।

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর বিষয়টি নতুন কিছু নয়। এর আগে ২০০৫ সালে সুনামি আক্রান্ত লঙ্কা দ্বীপের সাহায্যার্থেও তারা এগিয়ে এসেছিল।

অর্থনৈতিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের সিনিয়র ক্রিকেটার স্টিভেন স্মিথ। তিনি বলেন, “শ্রীলঙ্কার অর্থনৈতিক বিপর্যয়ে সচেতনতার জন্য আমরা পাশে দাঁড়াচ্ছি। ২০০৫ সালেও সুনামির পর আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং আমরা এটাই করতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা একে অপরকে ১৭ বছরে ধরে সহায়তা করছি। আমরা অস্ট্রেলিয়ানরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পেরে গর্বিত। শ্রীলঙ্কাকে এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে আমরা একসাথে সহযোগিতা করতে চাই।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

অবসর ভেঙে ফেরা রাজাপক্ষকে নিয়ে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

‘অস্ট্রেলিয়া সিরিজ শ্রীলঙ্কাকে অর্থনৈতিকভাবে লাভবান করবে’

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

লঙ্কানদের মুখে হাসি ফোটাতে চায় অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা

শ্রীলঙ্কার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হলেন মালিঙ্গা